BRICS Summit 2025

রাশিয়া-চিনের অর্থমন্ত্রীদের সঙ্গে মুখোমুখি কথা নির্মলার

সীতারামনের কথায়, ‘‘ভারত ও চিন বিশ্বের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে উল্লেখযোগ্য এবং সবাইকে অন্তর্ভুক্ত করে বৃদ্ধি এবং উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকরতে পারে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ০৭:৫২
Share:

নির্মলা সীতারামন। ছবি: পিটিআই।

ব্রাজ়িলের রাজধানী রিয়ো ডি জেনিরো-র ব্রিকস মঞ্চ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাশিয়া, ব্রাজ়িল এবং চিনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ঝালিয়ে নিলেন। এই দেশগুলির অর্থমন্ত্রীদের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করলেন তিনি। রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভের সঙ্গে বৈঠকে দু’দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশিদারিত্বের বিষয়টি তুলে ধরেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একই সঙ্গে পহেলগাম হামলার পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লির পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ দিয়ে বলেন, উভয় দেশ ‘‘পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়ার অনন্য স্তরে' পৌঁছে গিয়েছে।’’ পাশাপাশি তাঁরা দ্বিপাক্ষিক আর্থিক সহযোগিতা, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এনডিবি)-এর উন্নয়ন এবং ব্রিকস কাঠামোর অধীনে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

সীতারামনের কথায়, ‘‘ভারত ও চিন বিশ্বের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে উল্লেখযোগ্য এবং সবাইকে অন্তর্ভুক্ত করে বৃদ্ধি এবং উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকরতে পারে।’’

একই সঙ্গে নির্মলা দুই দেশের প্রাচীন সভ্যতা ও পারস্পরিক সম্পর্ক এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির কথা উল্লেখ করে জানিয়েছেন, উভয় দেশকে গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব করতে এবং বিশ্বব্যাপী ভাষ্যগঠনে সহায়তা করার জন্য আরও ঘনিষ্ঠ ভাবে কাজ করতে হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পোস্টেবলা হয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উল্লেখ করেছেন, সাধারণ সমৃদ্ধ মানব পুঁজি, গভীর সভ্যতাগত সম্পর্ক এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাবের বিভিন্ন ক্ষেত্রে ভারতও চিনের সহযোগিতা জোরদারকরা সম্ভব।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন