Jio

অন্নসেবা থেকে বিনামূল্যে রেশন, ছেলের বিয়েতে সাজ সাজ রব অম্বানী পরিবারে

আগামী ৯ মার্চ সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ ও নীতা অম্বানীর বড় ছেলে আকাশ। এই মেগা ওয়েডিংয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গত শুক্রবার থেকে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ১১:০৯
Share:

উদ্বোধনী অনুষ্ঠানে মুকেশ ও নীতা অম্বানী । নিজস্ব চিত্র।

আগামী ৯ মার্চ সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ ও নীতা অম্বানীর বড় ছেলে আকাশ। এই মেগা ওয়েডিংয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গত শুক্রবার থেকে। অম্বানীদের তরফে ঘোষণা করা হয়েছে, নিহত জওয়ানদের সন্তানদের পড়াশোনা ও জীবিকার দায়িত্ব নেবে রিলায়্যান্স ফাউন্ডেশন। অন্নসেবার আয়োজনও আকাশ-শ্লোক মেহতার বিয়ে উপলক্ষ্যেই। শুধু অন্নসেবাই নয়, এক বছর ধরে অনাথাশ্রম ও বৃদ্ধাশ্রমে ফলমূল-শাকসবজিও দেবে রিল্যায়ান্স ফাউন্ডেশন।

Advertisement

বুধবার মুম্বইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে ধীরুভাই অম্বানী স্কোয়ারের উদ্বোধন করলেন নীতা অম্বানী। এটিকে মুম্বইয়ের অবহেলিত ও অনাথ শিশুদের জন্যই গড়ে তোলা হয়েছে, শিশুদের জন্যই এটি তৈরি, জানালেন নীতা অম্বানী। অন্নসেবা করা হল প্রায় ২ হাজার মানুষের। বিশেষ মিউজিক্যাল ফাউন্টেন শো দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

শহরের প্রায় ৭ হাজার প্রোটেকটরের জন্য ১২ মার্চ আরও দু’টি বিশেষ মিউজিক্যাল ফাউন্টেন শো-র আয়োজন করা হয়েছে। ৬ থেকে ১৩ মার্চ অম্বানী পরিবারের তরফে শহরের প্রতিটি অনাথাশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য এখানে অন্নসেবার আয়োজন করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: শনিবার বিয়ে অম্বানী পুত্রের, দেখে নিন কী কী হতে চলেছে​

ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতে অবস্থিত ধীরুভাই অম্বানী স্কোয়ার। ২ কোটি শহরবাসীর জন্যই এটি তৈরি, শহরবাসীর মনে খুশির জোয়ার আনতেই এই উদ্যোগ, এমনটাই বলেছেন তাঁরা। জিয়ো ওয়ার্ল্ড সেন্টারের অংশ এটি। এ ছাড়াও রিলায়্যান্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা অম্বানী বলেন, ‘‘ধীরুভাই অম্বানী ভারতমাতার শ্রেষ্ঠ সন্তানদের এক জন। যিনি বিশ্বের মধ্যে ভারতের স্থানকে আরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন।”

আরও পড়ুন: চার নম্বরে কে? ধোনির ফেয়ারওয়েল ম্যাচে নজর রায়ুডুর দিকেই​

এ দিনের মিউজিক্যাল ফাউন্টেন অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ ও ‘জয় হো’-র সুরে মেতে উঠেছিল সমাজের নানা স্তরের অবহেলিত শিশুরা। ‘‘আসলে এই ‘ঝর্না’ শহরবাসীর মনে খুশির আবেশ নিয়ে আসার জন্য,’’ এমনটাই বলেন তিনি। জিয়ো ওয়ার্ল্ড সেন্টার ‘বেস্ট গ্লোবাল কনভেনশন সেন্টার’, দাবি করেন নীতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন