Aadhaar Authentication App

সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে নতুন নিয়ম! কড়া সিদ্ধান্ত জাতীয় মেডিক্যাল কমিশনের

এর আগে সরকারি হাসপাতালে যে নিয়মে হাজিরা দিতে হত চিকিৎসকদের, তা ১ অক্টোবর থেকে বাতিল করে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৬:৩৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসকদের হাজিরা দেওয়া নিয়ে নতুন নিয়ম চালু করল জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)। এ বার চিকিৎসকদের আর আঙুল ছুঁয়ে (বায়োমেট্রিক) হাজিরা দিলে চলবে না। পরিবর্তে নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে আধার নির্ভর হাজিরা দিতে হবে। এই অ্যাপ মুখের উপর ভিত্তি করেই হাজিরা দেবে। এর আগে সরকারি হাসপাতালে যে নিয়মে হাজিরা দিতে হত চিকিৎসকদের, তা ১ অক্টোবর থেকে বাতিল করে দেওয়া হয়েছে।

Advertisement

এর আগে সরকারি হাসপাতালে ‘ফেশিয়াল কিউআর’ কোডের ভিত্তিতে সরকারি হাসপাতালে হাজিরা দিতেন চিকিৎসকেরা। আঙুলের ছাপের মাধ্যমে (বায়োমেট্রিক) হাজিরা দিতেন চিকিৎসকেরা। গত এপ্রিলে এনএমসি নতুন নিয়মে ‘ফেস বেসড আধার অথেনটিকেশন অ্যাপ’-এর মাধ্যমে হাজিরার কথা জানায়। ১ মে থেকে দেশের সরকারি হাসপাতালগুলিতে সেই নিয়ম চালু করা হয়। গত ২৬ সেপ্টেম্বর এনএমসির তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ১ অক্টোবর থেকে দেশের সরকারি হাসপাতালে হাজিরা দেওয়ার ক্ষেত্রে পুরনো নিয়ম আর চলবে না। নতুন নিয়মেই হাজিরা দিতে হবে চিকিৎসকদের।

প্রসঙ্গত, সরকারি হাসপাতালে কিছু চিকিৎসকদের উপস্থিতি নিয়ে অভিযোগ উঠেছিল। রোগীদের একাংশের অভিযোগ ছিল, কয়েক জন চিকিৎসক সরকারি হাসপাতালে রোগী না দেখে বেসরকারি চেম্বারে চিকিৎসা করেন। চিকিৎসকদের হাজিরা দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগও উঠেছিল। এ বার হাজিরার নিয়মে রদবদল আনল এনএমসি। তারা জানিয়েছে, চিকিৎসক, কর্মীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে হাসপাতালের দেওয়ালে যে কিউআর কোড স্ক্যান করার প্রযুক্তি বসানো ছিল, তা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে এনএমসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement