Allahabad HC on Alimony

‘স্ত্রীর জন্য উপার্জনের ক্ষমতা হারালে নয় খোরপোশ’

উত্তরপ্রদেশের কুশীনগরের বাসিন্দা হোমিওপ্যাথ বেদপ্রকাশ সিংহের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাদ হয়। পরে স্ত্রীর বাবা ও ভাই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১০:৩২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

স্ত্রী বা তাঁর পরিবারের সদস্যদের কাজের ফলে স্বামী উপার্জনের ক্ষমতা হারালে স্ত্রী খোরপোশ দাবি করতে পারেন না বলে রায় দিল ইলাহাবাদ হাই কোর্ট।

উত্তরপ্রদেশের কুশীনগরের বাসিন্দা হোমিওপ্যাথ বেদপ্রকাশ সিংহের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাদ হয়। পরে স্ত্রীর বাবা ও ভাই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ। বেদপ্রকাশের মেরুদণ্ডে এখনও আটকে রয়েছে একটি ছররা গুলি। তার ফলে তিনি বসে স্বস্তিতে কাজ করতে পারেন না। ছররাটি অস্ত্রোপচারের মাধ্যমে সরাতে গেলে বেদপ্রকাশের পক্ষাঘাত হতে পারে বলে মত চিকিৎসকদের।

এই পরিস্থিতিতে বেদপ্রকাশের স্ত্রী আবার তাঁর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদ এবং খোরপোশের মামলা করেছিলেন। কিন্তু কুশীনগরের পারিবারিক আইন সংক্রান্ত আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে। এর পরেই তাঁর স্ত্রী আবেদন করেছিলেন ইলাহাবাদ হাই কোর্টে।

সেই আবেদন খারিজ করে ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি লক্ষ্মীকান্ত শুক্ল বলেন, ‘‘ভারতীয় সমাজ সাধারণ ভাবে প্রত্যাশা করে স্বামী তাঁর পরিবারের ভরণপোষণ করবেন। কিন্তু এই মামলায় উল্লিখিত পরিস্থিতি খুবই অদ্ভুত।’’

হাই কোর্টের মতে, স্ত্রীর ভরণপোষণ স্বামীর পবিত্র কর্তব্য। কিন্তু স্ত্রীর এমন কোনও আইনি দায় নেই। যদি স্ত্রীর কাজের জন্য স্বামী উপার্জনের ক্ষমতা হারান তবে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে স্ত্রীকে খোরপোশ দাবি করার অনুমতি দেওয়া যায় না। তাতে স্বামীর প্রতি ঘোর অবিচার করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন