National News

দেশের স্বচ্ছতম ইনদওর, প্রথম একশোয় নেই এ রাজ্যের কোনও শহর!

কেন্দ্রীয় সমীক্ষা জানিয়ে দিল, স্বচ্ছতা, পরিচ্ছন্নতার সঙ্গে কোনও সম্পর্কই নেই পশ্চিমবঙ্গের কোনও শহরের! তাই দেশের ১০০টি পরিচ্ছন্ন শহরের তালিকায় নেই এ রাজ্যের একটি শহরের নামও! দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর এখন মধ্যপ্রদেশের ইনদওর। আর সবচেয়ে বেশি অপরিচ্ছন্ন শহরটির নাম- উত্তরপ্রদেশের গোন্ডা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ১৬:১৮
Share:

ইনদওর।

কেন্দ্রীয় সমীক্ষা জানিয়ে দিল, স্বচ্ছতা, পরিচ্ছন্নতার সঙ্গে কোনও সম্পর্কই নেই পশ্চিমবঙ্গের কোনও শহরের! তাই দেশের ১০০টি পরিচ্ছন্ন শহরের তালিকায় নেই এ রাজ্যের একটি শহরের নামও!

Advertisement

ওই সমীক্ষাই জানিয়েছে, দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর এখন মধ্যপ্রদেশের ইনদওর। আর সবচেয়ে বেশি অপরিচ্ছন্ন শহরটির নাম- উত্তরপ্রদেশের গোন্ডা।

বৃহস্পতিবার কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর ঘোষণা করা ৪৩৪টি শহরের ওই তালিকায় দেখা গিয়েছে, গত বারের মতো এ বারও পরিচ্ছন্নতার নিরিখে উত্তরের শহরগুলির তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছে দেশের মধ্য ও দক্ষিণ প্রান্তের শহর আর তার লাগোয়া এলাকাগুলি।

Advertisement

স্বচ্ছতা, পরিচ্ছন্নতার লড়াইটা হচ্ছে মূলত, মধ্য ও দক্ষিণের শহরগুলির মধ্যেই। তালিকার প্রথম পাঁচটির মধ্যে চারটি শহরই দেশের মধ্য ও দক্ষিণ প্রান্তের। ইনদওরের পরেই পরিচ্ছন্ন শহরের তালিকায় দু’নম্বরে রয়েছে মধ্যপ্রদেশেরই আরেকটি শহর- ভোপাল। তিন নম্বরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। চার নম্বর জায়গাটি গুজরাতের সুরাতকে ছেড়ে দিয়ে পাঁচ নম্বরে আবার দক্ষিণের রাজ্য কর্নাটকের মহীশূর। ২০১৫ সালে মহীশূর তালিকায় ছিল এক নম্বরে। এ বার একটু পিছিয়ে পড়ল।


দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর মধ্যপ্রদেশের ইনদওরের আরেক প্রান্ত

কলকাতা নেই, দুর্গাপুর নেই। কেন পশ্চিমবঙ্গের একটি শহরেরও নাম নেই ওই তালিকায়?

কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ অভিযানে অংশ নেয়নি।

তালিকায় প্রথম দশটি পরিচ্ছন্ন শহরের মধ্যে অবশ্য নাম রাখতে পেরেছে রাজধানী দিল্লি ও দেশের বাণিজ্যিক রাজধানী নবি মুম্বই। দু’টি শহরের নাম রয়েছে যথাক্রমে ৭ এবং ৮ নম্বরে। তালিকার ৬ এবং ৯ নম্বরে যথাক্রমে দক্ষিণেরই দু’টি শহরের নাম। কেরলের তিরুচিরাপল্লী ও তামিলনাড়ুর তিরুপতি। ১০ নম্বরে রয়েছে গুজরাতের বদোদরা। জনস্বাস্থ্যের নিরিখে ওই ১০টি শহরের মধ্যে ৬টিই আগের বছরের তুলনায় অনেকটা উন্নতি করেছে ২০১৭-য়।
আরও পড়ুন- হবু বর বানান ভুল করায় বিয়েই ভেঙে দিলেন পাত্রী!

আর দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন শহরগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের চারটি, বিহার ও পঞ্জাবের দু’টি করে শহর এবং মহারাষ্ট্র ও উত্তরাখণ্ডের একটি করে শহর। অত্যন্ত অপরিচ্ছন্ন শহরগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ৪১টি শহরের নাম। বিহারের ২৭টির মধ্যে ১৫টি শহরই বেশ অপরিচ্ছন্ন। ওই রাজ্যের সবচেয়ে পরিচ্ছন্ন শহর বিহারশরীফ।


দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন শহর উত্তরপ্রদেশের গোন্ডা

বাঙালির সঙ্গে আর যে শহরগুলির খুব বেশি যোগাযোগ রয়েছে, সেই চন্ডীগড়, পুণে, আমদাবাদ, বিজয়ওয়াড়া, জব্বলপুর, হায়দরাবাদের নাম তালিকার প্রথম ২৫টি পরিচ্ছন্ন শহরের মধ্যে থাকলেও, বাঙলির খুব পছন্দের শহর, ভারতের ‘সিলিকন ভ্যালি’ বেঙ্গালুরুর নাম নেই প্রথম ১০০টি শহরের মধ্যে।

আর বাঙালির ‘খুব কাছের, খুব প্রিয় শহর’ বারাণসী কিন্তু দেশের পরিচ্ছন্ন শহরের তালিকায় রয়েছে প্রায় সামনের সারিতেই! বারাণসী রয়েছে ৩২ নম্বরে।

৩২-এর বারাণসী নিয়েই আপাতত তুষ্ট থাকতে হচ্ছে বাঙালিকে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন