Supreme Court

স্বামী বা স্ত্রীর লুকিয়ে রেকর্ড করা ফোন দাম্পত্য-মামলায় প্রামাণ্য নথি হতেই পারে! জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সোমবার বিচারপতি নাগরত্ন এবং বিচারপতি শর্মার বেঞ্চ জানায়, তথ্যপ্রমাণ আইনের ১২২ নম্বর অনুচ্ছেদ অনুসারে ব্যতিক্রমী ক্ষেত্রে বিনা সম্মতিতেই দাম্পত্য বিষয়ক কথা প্রকাশ্যে আনতে পারেন স্বামী বা স্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬:৩২
Share:

স্বামী বা স্ত্রীর লুকিয়ে রেকর্ড করা ফোন দাম্পত্য-মামলায় প্রামাণ্য নথি হতেই পারে। জানাল সুপ্রিম কোর্ট। —প্রতীকী চিত্র।

লুকিয়ে ফোনকল রেকর্ড করেছেন স্বামী। এমনই অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী। হাই কোর্ট স্ত্রীর পক্ষে রায় দিলেও সোমবার উচ্চ আদালতের সেই রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চের পর্যবেক্ষণ, ব্যতিক্রমী ক্ষেত্রে দাম্পত্য বিষয়ক কথা প্রকাশ্যে আনতেই পারেন স্বামী বা স্ত্রী।

Advertisement

স্ত্রীর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের আর্জি জানিয়েছিলেন স্বামী। সম্মতি ছাড়া ফোনকল রেকর্ড করার অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্থ হন স্ত্রী। উচ্চ আদালত জানায়, বিবাহবিচ্ছেদের জন্য গোপনে রেকর্ড করা ফোনকলকে নিষ্ঠুরতার প্রামাণ্য নথি হিসাবে দেখাতে পারেন না স্বামী।

সোমবার অবশ্য পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের রায় খারিজ করে দেয় শীর্ষ আদালত। বিচারপতি নাগরত্ন এবং বিচারপতি শর্মার বেঞ্চ জানায়, তথ্যপ্রমাণ আইনের ১২২ নম্বর অনুচ্ছেদ অনুসারে ব্যতিক্রমী ক্ষেত্রে বিনা সম্মতিতেই দাম্পত্য বিষয়ক কথা প্রকাশ্যে আনতে পারেন স্বামী বা স্ত্রী। প্রসঙ্গত, ওই অনুচ্ছেদে বলা হয়েছে, দাম্পত্য বিষয়ক কথোপকথন স্বামী বা স্ত্রী অপরের সম্মতি ছাড়া প্রকাশ্যে আনতে পারেন না। তবে স্বামী বা স্ত্রী একে অপরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলে এই বিষয়ে ছাড় দেওয়া যেতে পারে। এই মামলাটিও ব্যতিক্রমের মধ্যে পড়ছে বলে মত সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের বক্তব্য, এ ক্ষেত্রে গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হচ্ছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement