বাজেটেও বিতর্ক করিমগঞ্জে

করিমগঞ্জ পুরসভায় অনাস্থা ভোটের পর এ বার বাজেট পাশ করা নিয়েও দেখা দিল বিতর্ক। পুর কর্তৃপক্ষ এবং বিজেপি আলাদা সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করে। বিজেপির বক্তব্য, তাদের আপত্তিতে আজ বাজেট পাশ করাতে পারেনি কংগ্রেস শাসিত পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০৩:৩৫
Share:

করিমগঞ্জ পুরসভায় অনাস্থা ভোটের পর এ বার বাজেট পাশ করা নিয়েও দেখা দিল বিতর্ক। পুর কর্তৃপক্ষ এবং বিজেপি আলাদা সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করে। বিজেপির বক্তব্য, তাদের আপত্তিতে আজ বাজেট পাশ করাতে পারেনি কংগ্রেস শাসিত পুরসভা। আর পুরসভার বক্তব্য, বিজেপির সদস্যরা সংখ্যালঘু ছিল। তাই বাজেট আটকাতে পারেনি। বাজেট পাশ হয়েছে অনায়াসে।

Advertisement

করিমগঞ্জ পুরসভা নিয়ে কংগ্রেস-বিজেপির টানাপড়েন চলছে দীর্ঘদিন ধরে। কংগ্রেস ছেড়ে ৫ পুরসদস্য বিজেপিতে যোগদানের পর কংগ্রেসি পুরসভার বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপি। বিজেপির ১৫ জন সদস্য থাকার পরও অনাস্থা ভোটে বিজেপি পায় ১১টি ভোট। ফলে অনাস্থা প্রাস্তাব পাশ করাতে পারেনি বিজেপি। এনেও পাশ করাতে পারেনি বিজেপি। কিন্তু তারপরও করিমগঞ্জ পুরসভাকে ঘিরে দুটি রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। আজ পুরসভার তরফ থেকে বাজেট পাশ করানোর জন্য বোর্ড মিটিং ডাকা হয়। বোর্ডের সভায় করিমগঞ্জ পুরসভার ২৮ জন সদস্যের মধ্যে ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। পুরসভার খরচ নিয়ে বিল উত্থাপন করা হলে বিজেপির ১১ জন পুরসদস্য সভা বয়কট করেন। পরে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বিজেপির পুরসদস্য অঞ্জনা রায়, যীশুকৃষ্ণ রায়, রূপক পোদ্দার, বিজেপি নেতা মিশন রঞ্জন দাস, রথীন্দ্র ভট্টাচার্য, কৃষ্ণ দাস কংগ্রেস পরিচালিত বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, পুরসভার আয়-ব্যয়ের হিসেব দেওয়া হচ্ছে না। তা ছাড়া পুরসভার যে খরচ দেখানো হচ্ছে তাতেও রয়েছে অসঙ্গতি। স্বাধীনতা দিবসে শহর পরিষ্কারের নামে ব্যয় দেখানো হয়েছে ২০ হাজার টাকা। সেখানে অতিরিক্ত মুখ্যসচিব এম জি ভি কে ভানুর করিমগঞ্জ সফরের নামে শহর সাফাই করতে গিয়ে ১ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে, যা অবান্তর। এমনকী গাড়ির জ্বালানি বাবদ যে লক্ষ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে, তাও অবাস্তব। তাঁদের বক্তব্য, বোর্ডের সভায় বিজেপির ১১ জন সদস্য বাজেটের বিরোধিতা করেন। অন্য দিকে, তিন জন সদস্য অনুপস্থিত থাকায় বাজেট পাশ করানো সম্ভব হয়নি। পাশাপাশি, করিমগঞ্জ পুরসভার তরফ থেকে সাংবাদিক বৈঠক করে উপ-পুরপ্রধান পার্থসারথি দাস বলেন, ‘‘পুরসভার ২৫ জন সদস্য আজ উপস্থিত ছিলেন। ১১ জন সদস্য বাজেটের বিপক্ষে ভোট দিলেও অন্যান্য সব সদস্য তা সমর্থন করেছেন। ফলে বাজেট পাশ হয়েছে।’’ কংগ্রেসের অভিযোগ, বিজেপি সদস্যরা অহেতুক পুরসভার উন্নয়নে বাগড়া দিচ্ছে। কংগ্রেসের অভিযোগ, অনাস্থা ভোটে বিজেপি জয়লাভ করতে না পারায় উন্নয়নে বাধা দিচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন