হাফিজ-শাহরুখে ফারাক নেই বলে ছবি বয়কটের হুমকি আদিত্যনাথের

উপর্যুপরি অস্বস্তিতে বিজেপি। কৈলাস বিজয়বর্গীয় পিছু হঠলেন বটে। কিন্তু আসরে এ বার যোগী আদিত্যনাথ। কৈলাসের টুইট প্রত্যাহারের পর কয়েক ঘণ্টা কেটেছে মাত্র। সুর আরও কয়েক পর্দা চড়িয়ে সাংসদ আদিত্যনাথ শাহরুখকে তুলনা করলেন মুম্বই জঙ্গি হামলার মূল চক্রী হাফিজ সইদের সঙ্গে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৫ ১৫:৪৮
Share:

উপর্যুপরি অস্বস্তিতে বিজেপি। কৈলাস বিজয়বর্গীয় পিছু হঠলেন বটে। কিন্তু আসরে এ বার যোগী আদিত্যনাথ। কৈলাসের টুইট প্রত্যাহারের পর কয়েক ঘণ্টা কেটেছে মাত্র। শাহরুখ বিরোধী সুর আরও কয়েক পর্দা চড়িয়ে সাংসদ আদিত্যনাথ শাহরুখকে তুলনা করলেন মুম্বই জঙ্গি হামলার মূল চক্রী হাফিজ সইদের সঙ্গে। আদিত্যনাথের হুমকি, ‘‘হিন্দুরা তাঁর ছবি দেখা ছেড়ে দিলে পথে বসতে হবে শাহরুখ খানকে।’’

Advertisement

বিজেপি’র কট্টরপন্থী ব্রিগেডে খুবই পরিচিত মুখ গোরক্ষপুরের দীর্ঘ দিনের সাংসদ যোগী আদিত্যনাথ। গোরক্ষপুর মঠের প্রধান আদিত্যনাথ সাম্প্রদায়িক প্ররোচনার অভিযোগে আগেও শিরোনামে এসেছেন অনেক বার। অসহিষ্ণুতার প্রশ্নে দেশজুড়ে যখন শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ চরমে, তখন আদিত্যনাথের মতো সাংসদ কী তা থেকে দূরে থাকতে পারেন? বেঙ্কাইয়া নাইডু, প্রকাশ জাভড়েকররা এ দিন কৈলাস বিজয়বর্গীয়ের শাহরুখ বিরোধী তোপ থেকে নিজেদের যতই দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন, যোগী আদিত্যনাথের তাতে কিছু যায় আসে না। বুধবার কৈলাস শাহরুখ প্রসঙ্গে ক্ষমা চেয়ে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাই শাহরুখকে প্রায় হুমকি শুনিয়ে দিলেন এই বিজেপি সাংসদ। তিনি বুধবার বলেন, ‘‘মুম্বই হামলার মূল চক্রী হাফজ সইদ এবং শাহরুখ খানের মধ্যে কোনও পার্থক্য নেই।’’ দেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা শাহরুখ খানের ছবি দেখা ছেড়ে দিলে বলিউড সুপারস্টারের সমূহ বিপদ হবে বলেও মনে করিয়ে দেন আদিত্যনাথ। শাহরুখ খান সরকার তথা বিজেপি বিরোধী মন্তব্য করলে যে তাঁর ছবি বয়কট করার ডাকও দেওয়া হতে পারে, যোগী আদিত্যনাথ প্রকারান্তরে সে কথাই বলতে চেয়েছেন। বলছে বিরোধীরা।

বহু বার বিতর্কে জড়ালেও আদিত্যনাথের ক্ষমা চাওয়ার নজির তেমন নেই। তাই কৈলাস বিজয়বর্গীয়র টুইটের ধাক্কা সামলাতে পারলেও, আদিত্যনাথের হুমকির ড্যামেজ কন্ট্রোল করতে সমস্যায় পড়তে হবে বিজেপিকে। বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন