National News

ইভিএমকে চ্যালেঞ্জ জানাতে কোনও দলই গেল না নির্বাচন সদনে

নির্বাচন সদনে এসে এখনকার ইভিএম মেশিনের গলদ দেখানোর জন্য বিরোধী দলগুলিকে ডেকেছিল নির্বাচন কমিশন। সেই সময়সীমা দেওয়া হয়েছিল শুক্রবার, বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিই ওই সময়সীমার মধ্যে গিয়ে ইভিএম মেশিনকে এ দিন চ্যালেঞ্জ জানাতে গেলেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ১৭:৪৮
Share:

ইভিএম মেশিন।

ইলেকট্রনিক ভোটযন্ত্রের (ইভিএম) কারচুপি নিয়ে যাঁরা সরব হয়েছিলেন, সেই রাজনৈতিক দলগুলির এক জন প্রতিনিধিও এলেন না নির্বাচন কমিশনের সদর দফতরে, ইভিএম মেশিনকে চ্যালেঞ্জ জানাতে।

Advertisement

নির্বাচন সদনে এসে এখনকার ইভিএম মেশিনের গলদ দেখানোর জন্য বিরোধী দলগুলিকে ডেকেছিল নির্বাচন কমিশন। সেই সময়সীমা দেওয়া হয়েছিল শুক্রবার, বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিই ওই সময়সীমার মধ্যে গিয়ে ইভিএম মেশিনকে এ দিন চ্যালেঞ্জ জানাতে গেলেন না। ওই সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে। কিন্তু কমিশন জানিয়ে দেয় সেই অনুরোধ রাখা সম্ভব নয়। আম আদমি পার্টি (আপ) চেয়েছিল ইভিএমের মাদারবোর্ড বদলিয়ে নির্বাচন কমিশনের ইভিএম মেশিনকে চ্যানেঞ্জ জানাতে। ‘অসম্ভব ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার আপের সেই আর্জিও খারিজ করে দেয় নির্বাচন কমিশন।

পরে দেশের মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জইদী বলেন, ‘‘এটা কোনও জয়, পরাজয়ের ব্যাপার নয়। এটাকে কমিশন তার জয় বলেও মনে করতে চাইছে না। এটা কোনও ইগো বা প্রেস্টিজের লড়াইও নয়।’’

Advertisement

আরও পড়ুন- চিন সীমান্ত ঘেঁষে এশিয়ার দীর্ঘতম নদীসেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী​

কমিশনের এক পদস্থ কর্তার কথায়, ‘‘যেহেতু কোনও রাজনৈতিক দলই এ দিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন সদনে গিয়ে ইভিএম মেশিনকে চ্যালেঞ্জ জানাননি, তাই এর পর একটি প্রেস নোট দিয়ে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হবে, এখন যে ইভিএম মেশিনে ভোট নেওয়া হচ্ছে, সেই মেশিন দিয়ে আগামী দিনেও ভোট নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন