National news

রাস্তায় চলছে ধর্ষণ, কেউ পাশ কাটাচ্ছে, কেউ তুলছে ভিডিও

বিশাখাপত্তনমের রেল কলোনির ঠিক পাশেই এই ঘটনাটি ঘটেছে। রেল কলোনির ফুটপাথে ভবঘুরে ওই মহিলা বসেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ২০:৩১
Share:

প্রতীকী ছবি।

বিকেলের ব্যস্ত রাস্তা। তার মাঝেই ফুটপাথে বসে থাকা এক মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল এক যুবক। ধর্ষণ করল তাকে। যেখানে মর্মান্তিক এই ঘটনা ঘটছে, ঠিক তার পাশ দিয়েই লোক এল গেল। এই দৃশ্য দেখে কেউ বা থমকে দাঁড়াল, তারপর পাশ কাটিয়ে চলে গেল। কেউ বা পকেট থেকে মোবাইল বার করে ভিডিও তুলল ধর্ষণের। অথচ, নির্যাতিতা মহিলাকে বাঁচাতে এগিয়ে এল না কেউই! রবিবার অমানবিক এই ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম।

Advertisement

আরও পড়ুন: মেয়েকে হেনস্থার প্রতিবাদ করায় বাবাকে পুড়িয়ে খুন!

পুলিশ জানিয়েছে, বিশাখাপত্তনমের রেল কলোনির ঠিক পাশেই এই ঘটনাটি ঘটেছে। রেল কলোনির ফুটপাথে ভবঘুরে ওই মহিলা বসেছিলেন। তখনই গাঁজি শিব নামে মদ্যপ ওই যুবক প্রথমে তাঁকে উত্যক্ত করতে শুরু করে। তারপর প্রকাশ্য রাস্তাতেই তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, রেল কলোনি এই শহরের সবচেয়ে ব্যস্ত এলাকা। সব সময়েই লোকের আনাগোনা লেগে থাকে। অথচ সকলের চোখের সামনে এই ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি। এমনকী, পুলিশকেও জানানোর প্রয়োজন বোধ করেনি কেউ। এক অটোচালক পুরো ঘটনার ভিডিও তোলার পরে পুলিশকে বিষয়টি জানান। সেই ভিডিওর প্রেক্ষিতেই অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। নির্যাতিতা এবং অভিযুক্ত দু’জনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement