Railway

সবচেয়ে নিরাপদ বছর, ২০১৯-’২০-তে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা শূন্য

বছর শেষের হিসেবে প্রকাশ করে এমনটাই জানাল ভারতীয় রেল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ২০:৪৬
Share:

গত এক বছরে ট্রেন দুর্ঘটনায় কোনও প্রাণহানি হয়নি।—ফাইল চিত্র।

অর্থনৈতিক সঙ্কট নিয়ে প্রশ্নের মুখে পড়লেও, বছর শেষে সরকারের মুখ রক্ষা করল রেল। ২০১৯-’২০ অর্থবর্ষে ট্রেন দুর্ঘটনায় একজনেরও প্রাণহানি হয়নি। বছর শেষের হিসেবে প্রকাশ করে এমনটাই জানাল ভারতীয় রেল। ১৬৬ বছরে এই প্রথম এমন রেকর্ড গড়া সম্ভব হল বলে দাবি তাদের।

Advertisement

রেল কর্তৃপক্ষের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে, ২০১৮-’১৯ সালে দুর্ঘটনায় ১৬ জনের প্রাণ গিয়েছিল। ২০১৭-’১৮ সালে তা বেড়ে হয় ২৮। তার আগে, ২০১৬-’১৭ সালে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছিল। তবে এ বছর সেই সংখ্যা শূন্য।

গত ৬ ডিসেম্বর একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন যাত্রী নিরাপত্তা নিয়ে কেন্দ্রের জবাব তলব করে সুপ্রিম কোর্ট। সেইসময় রেলমন্ত্রক জানায়, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে আধুনিক পদ্ধতিতে তৈরি প্রিস্ট্রেসড কংক্রিট স্লিপার ব্যবহার করা হয়। তার উপর বসানো হয় ৬০ কেজি, ৯০ কেজি অথবা তার চেয়েও বেশি ওজনের হায়ার আল্টিমেট টেনসিল স্ট্রেংথ লাইন। আল্ট্রাসনিক ফ্ল ডিটেকশন (ইউএসএফডি) পদ্ধতিতে নিয়মিত সেগুলি পর্যবেক্ষণ করে দেখা হয়। কোথাও কোনও ত্রুটিবিচ্যুতি চোখে পড়লেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা হয় তা পাল্টানোর।

Advertisement

এ ছাড়াও, রেলের সমস্ত কর্মীকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানায় রেল কর্তৃপক্ষ। তাতেই সুফল মিলেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। তবে শুধু প্রাণহানিই যে আটকানো গিয়েছে তা নয়, গত এক বছরে ট্রেন দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, ওয়াগনে আগুনের মতো ঘটনাও ৯৫ শতাংশ কমে গিয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। একটি পরিসংখ্যান তুলে ধরে তারা জানিয়েছে, ১৯৬০-’৬১ সালে মোট ২ হাজার ১৩১টি ট্রেন দুর্ঘটনা ঘটে। ১৯৭০-’৭১ সালে ট্রেন দুর্ঘটনা ঘটে৮৪০টি। ১৯৮০-’৮১ সালে ট্রেন দুর্ঘটনার সংখ্যা এসে ঠেকে ১ হাজার ১৩-তে। ১৯৯০-’৯১ সালে তা প্রায় ৫০ শতাংশ কমে হয় ৫৩২। ২০১০-’১১ সালে ১৪১টি ট্রেন দুর্ঘটনা ঘটে। ২০১৩-’১৮ পর্যন্ত প্রতি বছর প্রায় ১১০টি করে দুর্ঘটনা ঘটেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন