Rail Budget

আলাদা রেল বাজেট কি তুলে দেওয়া হচ্ছে?

আলাদা করে সংসদে রেল বাজেট পেশের দিন কি শেষ হতে চলল? কেন্দ্রীয় সরকারের ভাবনাচিন্তা সেই দিকেই। ১৯২৪ সালে প্রথম এ দেশে সাধারণ বাজেটের থেকে আলাদা করে পেশ হয়েছিল রেল বাজেট। তার পর ৯২ বছর ধরে সেটাই চলছে। রেল মন্ত্রকের সূত্রে খবর, রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দিতে নীতিগত ভাবে একমত হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ১৬:২২
Share:

রেলমন্ত্রী সুরেশ প্রভু।—ফাইল চিত্র।

আলাদা করে সংসদে রেল বাজেট পেশের দিন কি শেষ হতে চলল? কেন্দ্রীয় সরকারের ভাবনাচিন্তা সেই দিকেই। ১৯২৪ সালে প্রথম এ দেশে সাধারণ বাজেটের থেকে আলাদা করে পেশ হয়েছিল রেল বাজেট। তার পর ৯২ বছর ধরে সেটাই চলছে। রেল মন্ত্রকের সূত্রে খবর, রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দিতে নীতিগত ভাবে একমত হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
দু’দিন আগে রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী সুরেশ প্রভুও বলেন, তাঁরা চান আলাদা রেল বাজেট উঠে যাক এবং মিশে যাক সাধারণ বাজেটের সঙ্গে। এর আগে বিবেক দেবরায়ের নেতৃত্বে নীতি আয়োগের কমিটিও আলাদা রেল বাজেট তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি পাঁচ সদস্যের কমিটি তৈরি করেছে বলে খবর। সব দিক খতিয়ে দেখে পরিকল্পনা করতে বলা হয়েছে এই কমিটিকে। কমিটির মতামত এবং পরিকল্পনা দেখার পর সব দলের সঙ্গে আলাপ আলোচনায় যাওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

আরও পড়ুন...
বিচারপতি কম, কেন্দ্রকে ধমক কোর্টের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement