Rahul Gandhi

‘সাভারকর নই, গাঁধী, সত্যি বলার জন্য ক্ষমা চাইব কেন?’

রাহুলের ওই মন্তব্যের প্রতিবাদেই শুক্রবার সংসদে সরব হন স্মৃতি ইরানি, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপির সাংসদরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৪
Share:

শনিবার লামলীলা ময়দানে রাহুল গাঁধী। ছবি: পিটিআই।

‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য যে তাঁর ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, আরও এক বার তা জানিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর বক্তব্য, তিনি সত্যি কথাই বলেছেন। তাই ক্ষমা চাইবেন না।

Advertisement

শনিবার সকালে দিল্লির রামলীলা ময়দানে ওই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘‘সত্যি কথা বলায় গত কাল সংসদে আমাকে ক্ষমা চাইতে বলে বিজেপি। কিন্তু আমার নাম রাহুল সাভারকর নয়। আমি রাহুল গাঁধী। আর সত্যি কথা বলার জন্য আমি তো নয়ই, কংগ্রেসের কোনও কর্মীই কখনও ক্ষমা চাইবেন না।’’

গত কয়েক মাসে হায়দরাবাদ ও উন্নাও-সহ একাধিক ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা নিয়ে দিনদুয়েক আগেই মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন রাহুল। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে। রাহুল বলেছেন, ‘‘নরেন্দ্র মোদী ‘মেক ইন ইন্ডিয়া’র কথা বলেন। কাগজ খুললেই রাজ্যে রাজ্যে ‘মেক ইন ইন্ডিয়া’ দেখবেন ভেবেছিলেন সকলে। কিন্তু তার পরিবর্তে আজকাল শুধুই ‘রেপ ইন ইন্ডিয়া’র খবর দেখা যায়।’’

Advertisement

রাহুলের ওই মন্তব্যের প্রতিবাদেই শুক্রবার সংসদে সরব হন স্মৃতি ইরানি, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপির সাংসদরা। ‘রাহুলকে ক্ষমা চাইতে হবে’, দাবি তোলেন তাঁরা। এমনকী, তাঁর সাংসদ-পদ কেড়ে নেওয়ার দাবিও ওঠে। তবে ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না বলে সংসদেই জানিয়ে দেন রাহুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন