এনআরসি নিয়ে ফের কোর্টে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৭
Share:

রাজ্যের ২২টি জেলায় এনআরসির চূড়ান্ত খসড়া ফের যাচাই করার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানাল মূল মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠন অসম পাবলিক ওয়ার্কস। তারা জানায়, অনেক জেলায় বিদেশিদের নাম এনআরসিতে ঢুকেছে। তাদের দাবি, এনআরসি কর্তৃপক্ষও লিগ্যাসি ডেটা কেনাবেচার কথা মেনেছেন। তাই সুপ্রিম কোর্ট ১০ শতাংশ এনআরসি তথ্য ‘ভেরিফিকেশন’-এর নির্দেশ দিলেও এনআরসির খসড়া তালিকা ফের যাচাই করা প্রয়োজন বলে তারা মনে করে। সংগঠনের দাবি, শুধু প্রতীক হাজেলার রিপোর্টের উপরে নির্ভর করছে সুপ্রিম কোর্ট। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ পক্ষের কাছ থেকেও রিপোর্ট নেওয়া দরকার।

Advertisement

এ দিকে অল অসম মুসলিম স্টুডেন্টস ইউনিয়নের (আমসু) দাবি, ফের আবেদন করার সময়ে ভোটার তালিকা, রেশন কার্ডের মতো প্রামাণ্য পাঁচটি নথি বাদ রাখার সুপারিশ করে প্রতীক হাজেলা মানুষকে সমস্যায় ফেলছেন। তাদের দাবি, অবিলম্বে হাজেলা সুপ্রিম কোর্ট থেকে ওই সুপারিশ প্রত্যাহার না করলে তারা এনআরসি প্রক্রিয়া অচল করে দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement