NSCN(K)

জওয়ান হত্যার জঙ্গি দাবি ওড়ালো সেনাবাহিনী

অতর্কিত হানায় প্রায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ১৭:২৪
Share:

প্রতীকী ছবি।

সেনাবাহিনীর সীমান্ত ঘাঁটিতে হানা দিয়ে অনেক জওয়ানকে হত্যা করার দাবি করল এনএসসিএন খাপলাং বাহিনী। যদিও জঙ্গিদের দাবি নস্যাৎ করেছে সেনাবাহিনী। আজ সকালে খাপলাং বাহিনীর তরফে একাংশ সংবাদমাধ্যমে যোগাযোগ করে দাবি করা হয়, অরুণাচল-মায়ানমার সীমান্তের লঙডিঙ জেলায় থাকা নিয়াউসা কোম্পানি অপারেটিং বেস বা সিওবিতে রাতের অন্ধকারে আক্রমণ চালিয়েছিল জঙ্গিরা।

Advertisement

আরও পড়ুন: অযোধ্যায় রামের বিশাল মূর্তি গড়ার পথে যোগী আদিত্যনাথ​

অতর্কিত হানায় প্রায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। কিন্তু সেনা মুখপাত্র কর্নেল চিরঞ্জীব কোঁয়র বিবৃতি দিয়ে জানান, রাতে কয়েকজন জঙ্গি সেনা ছাউনি লক্ষ্য করে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায়। একটি লিথড শেলও ছোঁড়ে তারা। তাতে শিবিরে কেউ হতাহত হয়নি। প্রহরীরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা পালায়। আশপাশের গ্রামবাসীদের নিরাপত্তার কথা ভেবে ভারি গুলিবর্ষণ করা হয়নি। পলাতক জঙ্গিদের খোঁজে জঙ্গলে তল্লাশি চলছে। একাংশ সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া মারফৎ জঙ্গিরা যে খবর ছড়াচ্ছে তা একেবারেই মিথ্যা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন