নার্সদের কর্মবিরতি

কর্মবিরতিতে থাকা নার্সদের দাবি বিবেচনার আশ্বাস দিয়ে দ্রুত তাঁদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিল নাগাল্যান্ড সরকার। না হলে তাঁদের বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০৩:০১
Share:

কর্মবিরতিতে থাকা নার্সদের দাবি বিবেচনার আশ্বাস দিয়ে দ্রুত তাঁদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিল নাগাল্যান্ড সরকার। না হলে তাঁদের বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বেতন কাঠামো, প্রমোশন-সহ কয়েকটি দাবিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালের নার্সরা গত বছর ২৫ সেপ্টেম্বর সরকারকে স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু, সরকারের তরফে কোনও সাড়া না পাওয়ার অভিযোগে ‘নাগাল্যান্ড স্টাফ নার্স অ্যাসোসিয়েশন’-এর সদস্যরা সোমবার থেকে ‘ক্যাজুয়াল লিভ’ নিয়ে কাজে আসা বন্ধ করেছেন। তার জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা ভেঙে পড়ার উপক্রম। সমস্যায় পড়েছেন রোগীরা।

Advertisement

রাজ্য সরকার জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে এ ভাবে কর্মবিরতি করা বেআইনি। তাই সংগঠনকে কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়। কিন্তু, নার্স ও নথিভুক্ত ‘মিড ওয়াইফ’ সংগঠন ৪ জুলাই পর্যন্ত কর্মবিরতি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement