India-Pakistan Conflict

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘শাহিন’ মিসাইলও ছুড়েছিল পাকিস্তান, তবে সুবিধা করে উঠতে পারেনি: ভারতীয় সেনা

‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতের উপর হামলার সময় ‘শাহিন’ মিসাইল ছুড়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) এস-৪০০ সেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১২:৫৫
Share:

পাকিস্তানের ‘শাহিন’ মিসাইল। ছবি: সংগৃহীত।

‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতের উপর হামলার সময় পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘শাহিন’ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাকিস্তান। কিন্তু পাক সেনার সেই হামলা প্রতিহত করা হয়েছিল। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) এস-৪০০ সেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল। রবিবার এমনটাই জানায় ভারতীয় সেনা।

Advertisement

ভারতীয় সেনার পশ্চিমি কমান্ড ‘অপারেশন সিঁদুর’-এর একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছে। কী ভাবে শত্রুপক্ষের আঘাত প্রতিহত করা হয়েছে, তা-ই দেখানো হয়েছে ওই ভিডিয়োটিতে। ভারতীয় সেনাও কী ভাবে পাল্টা আঘাত হেনে বিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, ভিডিয়োয় তা-ও দেখানো হয়েছে।

পাকিস্তানের ওই ‘শাহিন’ মিসাইল একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ২০১৫ সালের মার্চ মাসে ওই ক্ষেপণাস্ত্রের প্রথম মহড়া চলে। অনেকের দাবি, ‘শাহিন’ ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম। যদিও ভারতের উপর হামলার সময় তাতে কোনও পরমাণু অস্ত্র ছিল না বলেই মনে করা হচ্ছে।

Advertisement

গত এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল ২৬ জনের। ওই ঘটনার পরেই পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। এর পরেই ভারতের উপর হামলা চালাতে শুরু করে পাক সেনা। ভারতীয় সেনা জানিয়েছে, তাদের বেশ কয়েকটি সেনাঘাঁটিকে নিশানা করা হয়েছিল। কিন্তু সেই হামলা প্রতিহত করে পাল্টা জবাব দিয়েছে সেনা। দিন চারেক ধরে সেই টানাপড়েন চলার পর দু’দেশ সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেয়। তা এখনও জারি রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement