অরুণার নামে ঘর উৎসর্গের আর্জি নার্সদের

৪২ বছর মুম্বইয়ের কিংগ এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের ৪ নম্বর ঘরটা ছিল তাঁর ঠিকানা। অরুণা রামচন্দ্র শানবাগের দেখভাল করেছেন যাঁরা, ওষুধ খাইয়েছেন, সেই নার্সরাইওই ঘরটি অরুণার নামে উৎসর্গ করতে চাইলেন। হাসপাতালের ডিন অবিনাশ সুপের কথায়, ‘‘কয়েক জন নার্স চেয়েছেন অরুণার নামে ৪ নম্বর ঘরটি উৎসর্গ করা হোক।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০৩:০৮
Share:

৪২ বছর মুম্বইয়ের কিংগ এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের ৪ নম্বর ঘরটা ছিল তাঁর ঠিকানা। অরুণা রামচন্দ্র শানবাগের দেখভাল করেছেন যাঁরা, ওষুধ খাইয়েছেন, সেই নার্সরাইওই ঘরটি অরুণার নামে উৎসর্গ করতে চাইলেন।

Advertisement

হাসপাতালের ডিন অবিনাশ সুপের কথায়, ‘‘কয়েক জন নার্স চেয়েছেন অরুণার নামে ৪ নম্বর ঘরটি উৎসর্গ করা হোক। আপাতত ওই ঘরে আমরা অরুণার ছবি রেখেছি।’’ তবে অরুণা যে ঘরে থাকতেন, সেটিকে তাঁর নামে উৎসর্গ করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি ।

এ দিকে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান মঙ্গলবার জানিয়েছেন, নির্যাতিতা মহিলাদের জন্য যাঁরা কাজ করছেন, অরুণা শানবাগের নামে তাঁদের প্রতি বছর ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ১৯৭৩ সালের ২৭ নভেম্বর রাতে হাসপাতালের কাজ সেরে বাড়ি ফেরার আগে জামাকাপড় পাল্টাচ্ছিলেন তিনি। হাসপাতালের অস্থায়ী জমাদার সোহনলাল বাল্মিকী ঝাঁপিয়ে পড়ে। বছর পঁচিশের অরুণার উপর। গলায় কুকুর বাঁধার চেন পেঁচিয়ে তাঁর সঙ্গে জোর করে পায়ু-সঙ্গম করে সোহনলাল। পরের দিন সকালে যখন চিকিৎসকেরা অরুণার রক্তাক্ত দেহ আবিষ্কার করেন, তখন অরুণার মস্তিস্কে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। সেই থেকে ৪২ বছর কেইএম হাসপাতালের ওই ঘরই ছিল অরুণার আশ্রয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন