Sasikala

মোদীর কাছে পনীর, কথা হল সংযুক্তি নিয়ে

আজকের বৈঠক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পনীরসেলভম। তবে এ দিনের বৈঠক অত্যন্ত সফল বলে দাবি করেছেন মুনুস্বামী। তিনি বলেন, ‘‘মূলত রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ওপিএস।’’ যদিও সূত্রের খবর, কেবল রাজ্যের পরিস্থিতি নয়, তাঁদের মধ্যে এআইএডিএমকে-এর সংযুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ১৭:৩৫
Share:

ফাইল ছবি।

আভাস মিলছিল বেশ কিছু দিন ধরেই। শশিকলা নটরাজন এবং তাঁর ভাইপো টি টি ভি দিনকরণকে দল থেকে ঝেড়ে ফেলে মিলতে চলেছে এআইএডিএমকে-র দুই গোষ্ঠী। এ বার সেই রাজনৈতিক জল্পনাকে কয়েক গুণ বাড়িয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনীরসেলভমের (ওপিএস)। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাড়িতে প্রায় ৩০ মিনিট কথা হয় তাঁদের মধ্যে। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন এআইএডিএমকে-র রাজ্যসভার সাংসদ মনোজ পান্ডিয়ান, তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী কে পি মুনুস্বামী।

Advertisement

আজকের বৈঠক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পনীরসেলভম। তবে এ দিনের বৈঠক অত্যন্ত সফল বলে দাবি করেছেন মুনুস্বামী। তিনি বলেন, ‘‘মূলত রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ওপিএস।’’ যদিও সূত্রের খবর, কেবল রাজ্যের পরিস্থিতি নয়, তাঁদের মধ্যে এআইএডিএমকে-এর সংযুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: পনীর-পলানী মিল চায় বিজেপি

Advertisement

আরও পড়ুন: শশীকে ধাক্কা দিয়ে হাত মেলানোর পথে পনীর-পলানী

গত সপ্তাহে বৈঠকে বসেছিল এআইএডিএমকে (আম্মা ক্যাম্প) নেতৃত্ব। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, যত দিন না পর্যন্ত নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হচ্ছেন, শশিকলা নটরাজন তত ক্ষণই দলের শীর্ষ পদে থাকবেন। পাশাপাশি, দলের সহ-সাধারণ সম্পাদকের পদ থেকে টি টি ভি দিনকরণকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, পনীরসেলভমের প্রস্তাব মেনেই এমন পদক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী ই পলানীস্বামী (ইপিএস)। কারণ, ওপিএস-এর দাবি ছিল, শশিকলা ও দিনকরণকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং জয়ললিতার মৃত্যুর তদন্ত শুরু করতে হবে। সেই ঘটনার পর এ দিন মোদী-ওপিএস বৈঠক এআইএডিএমকে সংযুক্তির জল্পনা আরও বাড়িয়ে দিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement