viral video

মাঝরাস্তায় গাড়ি থেকে নেমে বিশাল সরীসৃপকে তাড়া মদ্যপ তরুণের! লেজ ধরে পাকড়ানোর চেষ্টা, ভিডিয়ো ভাইরাল

ভিডিয়োয় হলুদ জামা ও জিন্‌স পরা এক জনকে কুমিরটির পিছু পিছু দৌড়োতে দেখা গিয়েছে। তাড়া খেয়ে প্রাণপণে ছুটতে থাকে কুমিরটিও। পিছন পিছন গাড়ি নিয়ে ধাওয়া করেন অন্য এক তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৮:১৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মদ্যপ অবস্থায় জাতীয় সড়কে ‘কুমির-ডাঙা’ খেললেন দুই তরুণ। বিশাল এক কুমিরকে খালি হাতে ধরার জন্য সেটির পিছু পিছু দৌড়োলেন তাঁরা। রাতের অন্ধকারে গাড়ি থেকে নেমে রাস্তায় উঠে আসা সরীসৃপটির সঙ্গে ‘মরণখেলায়’ মেতে উঠলেন দুই যুবক। দক্ষিণ আফ্রিকার মালামুলেলের কাছের একটি গ্রামে ঘটেছে ঘটনাটি। ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কুমিরটি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। তখনই সেটির দিকে নজর পড়ে গাড়িতে থাকা দুই আরোহীর। ভিডিয়োয় বলা হয়েছে, মদ্যপ অবস্থায় ওই দুই তরুণ গাড়ি থামিয়ে কুমিরটির পিছনে ধাওয়া করেন। হলুদ জামা ও জিন্‌স পরা এক জনকে কুমিরটির পিছু পিছু দৌড়োতে দেখা গিয়েছে ভিডিয়োয়। তাড়া খেয়ে প্রাণপণে ছুটতে থাকে কুমিরটিও। পিছন পিছন গাড়ি নিয়ে ধাওয়া করেন অন্য এক জন। রাস্তা পার হয়ে পাশের জমিতে নেমে যাওয়ার আগে পর্যন্ত কুমিরটিকে ভয় দেখানোর চেষ্টা করে যান তরুণেরা। এক জন সরীসৃপটির লেজ ধরে আটকে রাখার চেষ্টা পর্যন্ত করেন।

এক্স হ্যান্ডলে ‘আইঅ্যামব্লুজে’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই ৮ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে তাতে। মদ্যপ তরুণের কীর্তি দেখে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। এক নেটমাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন, ‘‘কুমিরটি এক বার ঘুরে দাঁড়ালেই সমস্ত কেরামতি ঘুচে যেত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement