Transgender

ওড়িশায় এ বার তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ পুলিশের সাব ইনস্পেক্টর, কনস্টেবল পদে

এই প্রথমবার এই তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ওই দু’টি পদের জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

সংবাদ সংস্থা

কটক শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ১৩:৩২
Share:

প্রতীকী ছবি।

তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য খুলে গেল ওড়িশা পুলিশে চাকরির সুযোগ। শনিবার প্রকাশিত হয়েছে ওড়িশা পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে পুরুষ, মহিলার পাশাপাশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও আবেদনের আহ্বান জানানো হয়েছে।

Advertisement

ওড়িশা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সাব-ইন্সপেক্টর পদে ৪৭৭ এবং কনস্টেবল পদে ২৪৪টি আসনে নিয়োগের কথা বলা হয়েছে। এই সব পদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে ২২ জুন থেকে। তা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। যদিও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা এই সব পদের জন্য আবেদন করতে পারবেন না বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

সে রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ অভয় জানিয়েছেন, এই প্রথমবার এই তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ওই দু’টি পদের জন্য আবেদন করতে পারবেন। এর আগে জেলকর্মীদের কাজে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়েছিল ওড়িশা সরকার। যদিও এখনও সেই পদে নিয়োগের কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন