Odisha

ট্রাম্প দম্পতির তাজমহল সফর বালিতে ফুটিয়ে তুললেন ওড়িশার শিল্পী

সেই অবকাশেই ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে সম্মান জানালেন ওড়িশার স্যান্ড অ্যানিমেটর মানসকুমার সাহু।  

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৮
Share:

শিল্পকলায় ট্রাম্প দম্পতির তাজমহল সফর । ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

সস্ত্রীক দু’দিনের ভারতে সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ভারতে আসার আগের মুহূর্ত থেকেই বিভিন্ন শিল্পীরা ট্রাম্পের সম্মানে তুলে ধরছেন বিচিত্র সব শিল্প নিদর্শন। কেউ পেন্সিলের নিবে বানিয়েছেন ট্রাম্পের প্রতিকৃতি, তো কেউ ট্রাম্পের সম্মানে তৈরি করেছেন ১০৭কেজির ইডলি। সেই অবকাশেই ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে সম্মান জানালেন ওড়িশার স্যান্ড অ্যানিমেটর মানসকুমার সাহু।

Advertisement

ট্রাম্পকে নিয়ে বালু-শিল্পকলার ছবি নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন মানস কুমার। সেই ছবি দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটাগরিকরা।

সেখানে বালি দিয়ে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের মুখের প্রতিকৃতি আঁকা হয়েছে। পিছনে রয়েছে তাজমহল। ট্রাম্পের তাজমহল দর্শন ফুটিয়ে তুলতেই আঁকা হয়েছে সেই ছবি। আর একটি ছবিতে ভারত-মার্কিন সম্পর্ককে ফুটিয়ে তুলছেন মানস। দেখুন সেই ছবি—

Advertisement

সোমবার ভারত সফরে এসে সাবরমতীতে গাঁধী আশ্রমে গিয়েছিলেন ট্রাম্প। গুজরাত থেকে আগ্রায় উড়ে মেলানিয়াকে সঙ্গে নিয়ে দেখতে যান তাজমহল।

আরও পড়ুন: ঋতুকালীন সময়ে রান্না করে ‘পিরিয়ড ফিস্ট’ উদ্‌যাপন মহিলাদের

আরও পড়ুন: স্ট্রেস কাটাতে জুম্বা নাচ বেঙ্গালুরু পুলিশের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement