Unemployment

তিন মাস নয়, এ বার থেকে প্রতি মাসেই বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্র

এক আধিকারিক জানিয়েছেন, ১৫ মে যে পরিসংখ্যান প্রকাশ করা হবে, তাতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের নথি থাকবে। তার পর থেকে প্রতি মাসে সেই পরিসংখ্যান প্রকাশ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৭:২৫
Share:

প্রতি মাসে বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। — ফাইল চিত্র।

এ বার থেকে প্রতি মাসে বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। এত দিন তিন মাস অন্তর সেই পরিসংখ্যান দেওয়া হত। প্রশাসনের এক আধিকারিক সোমবার জানিয়েছেন, ১৫ মে যে পরিসংখ্যান প্রকাশ করা হবে, তাতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের নথি থাকবে। তার পর থেকে প্রতি মাসে সেই পরিসংখ্যান প্রকাশ করা হবে।

Advertisement

পরিসংখ্যান এবং কর্মসূচি বিষয়ক মন্ত্রকের এক আধিকারিক বলেন, ‘‘বছরের প্রথম তিন মাসের পরিসংখ্যান আমরা ১৫ মে প্রকাশ করব। এই প্রথম বার আমরা এটা করছি।’’ প্রসঙ্গত, অন্য বৃহত্তর অর্থনীতির দেশগুলির মতো ভারতের নিয়মিত বেকারত্বের পরিসংখ্যান (হাই ফ্রিকোয়েন্সি) সংগ্রহের প্রযুক্তি নেই। এখন পর্যন্ত সরকার ত্রৈমাসিক স্তরে গ্রামীণ বেকারত্বের পরিসংখ্যান দিত। সেই গ্রামীণ এবং শহুরে পরিসংখ্যান মিলিয়ে বছরে এক বারই প্রকাশ করা হয়। ওই আধিকারিকের তরফে জানানো হয়েছে, সমস্ত নথি খতিয়ে তবেই প্রকাশ করা হয় পরিসংখ্যান।

কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানিয়েছেন, এপ্রিলের শেষে ব্যক্তিগত মূলধনী ব্যয়ের পরিসংখ্যানও প্রকাশ করা হবে। পরের বছর থেকে পরিষেবা ক্ষেত্র সমীক্ষার ফলও প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। অসংগঠিত ক্ষেত্রে সমীক্ষার পরিসংখ্যানও সংগ্রহ করার চেষ্টা করছে কেন্দ্র। গ্রামীণ এলাকায় কর্ম সংক্রান্ত পরিসংখ্যানও ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সূত্রের খবর, দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতেই কেন্দ্রের এই উদ্যোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement