ঘুষ নিয়ে গ্রেফতার তেল সংস্থার কর্তা

ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে ধরা পড়লেন এক ওএনজিসি কর্তা। সিবিআই সূত্রে খবর, শিবসাগর ওএনজিসির ডিজিএম (সিভিল) এম আর লোচন রক্ষণাবেক্ষণ বিভাগের দায়িত্বে ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০২:৫১
Share:

ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে ধরা পড়লেন এক ওএনজিসি কর্তা। সিবিআই সূত্রে খবর, শিবসাগর ওএনজিসির ডিজিএম (সিভিল) এম আর লোচন রক্ষণাবেক্ষণ বিভাগের দায়িত্বে ছিলেন। এক ঠিকাদার তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের কাছে ঘুষ নেওয়ার অভিযোগ এনে জানান, সিকিওরিটি ডিপোজিট ফেরত দেওয়ার জন্য ৫০ হাজার টাকা চাইছেন লোচন। গত কাল সিবিআই ফাঁদ পাতে। টাকা নেওয়ার সময়ই গ্রেফতার হন তিনি। তাঁর অফিসঘর থেকে আরও পাঁচ লক্ষ টাকা মেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement