জঙ্গিদের পরিবারকে ‘হেনস্থা’, মেহবুবাকে কটাক্ষ ওমরের

এ ব্যাপারে সরাসরি রাজ্যপালের দিকে ইঙ্গিত না করলেও মুফতি বলেন, ‘‘আমি নিশ্চিত, রাজ্য পুলিশ এমন করতে চায় না। কিন্তু কোনও জায়গা থেকে নির্দেশ আসছে যে জঙ্গিদের পরিবারকে হেনস্থা করতে হবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ০২:১৫
Share:

সমালোচিত মোহবুবা। ফাইল চিত্র।

নিরাপত্তা রক্ষীরা জঙ্গিদের পরিবারকে ‘হেনস্থা’ করছে বলে অভিযোগ তুললেন পিডিপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এ দিন শোপিয়ানে নিহত এক জঙ্গির পরিবারের সঙ্গে দেখা করার পরে এ কথা জানান তিনি। এ ব্যাপারে সরাসরি রাজ্যপালের দিকে ইঙ্গিত না করলেও মুফতি বলেন, ‘‘আমি নিশ্চিত, রাজ্য পুলিশ এমন করতে চায় না। কিন্তু কোনও জায়গা থেকে নির্দেশ আসছে যে জঙ্গিদের পরিবারকে হেনস্থা করতে হবে।’’

Advertisement

একই সঙ্গে তিনি বলেন, ‘‘রাজ্যপালের উচিত নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া যাতে তারা কোনও জঙ্গির পরিবারকে হেনস্থা না করে।’’ তিনি যদিও পিডিপি নেত্রীর এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। মাত্র ক’মাস আগেই বিজেপি-পিডিপি জোট ভাঙার পরে উপত্যকার সবক’টি বিজেপি-বিরোধী দল হাত মিলিয়ে সরকার গড়ার চেষ্টা চালালেও বিধানসভা ভেঙে যাওয়ায় তা এখন বিশ বাঁও জলে। এই অবস্থায় রাজ্যে তাঁর প্রধান বিরোধী পিডিপিকে নিশানা করে ওমরের অভিযোগ, উপত্যকায় নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্যই এ সব বলছেন মেহবুবা। তাঁর আমলেই উপত্যকায় জঙ্গি দমনে ‘অপারেশন অল আউট’ শুরু হয়েছিল।

এ দিনই উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সংসদে এক প্রস্তাবের সময় বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, নির্বাচন কমিশন চাইলে লোকসভার সঙ্গে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট করতে আপত্তি নেই কেন্দ্রের। এই বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস নেতা গুলাম নবি আদাজ অভিযোগ করেন, উপত্যকায় বিরোধী কংগ্রেস-এনসিপি-পিডিকে ভাঙতে চাইছে বিজেপি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন