National News

২০০০ টাকার নোটে উধাও গাঁধীর ছবি, বিভ্রান্তি চরমে

অদ্ভুত কাণ্ড! নতুন ২০০০ টাকার নোটে নেই মহাত্মা গাঁধীর ছবি। নতুন বছরের শুরুতেই এ নিয়ে ফের বিভ্রান্তি। এ বার বিভ্রান্তির শিকার হলেন মধ্যপ্রদেশের কয়েকজন কৃষক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ১৭:১৬
Share:

নোটে নেই গাঁধীর ছবি। ছবি: সংগৃহীত।

অদ্ভুত কাণ্ড! নতুন ২০০০ টাকার নোটে নেই মহাত্মা গাঁধীর ছবি। নতুন বছরের শুরুতেই এ নিয়ে ফের বিভ্রান্তি। এ বার বিভ্রান্তির শিকার হলেন মধ্যপ্রদেশের কয়েকজন কৃষক। স্থানীয় ব্যাঙ্ক থেকে পাওয়া ২০০০ টাকার নোট নিয়ে বাজারে যেতেই ধরা পড়ল, বড় ভুল রয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শেওপুর জেলার বিচ্ছুগাবড়ি গ্রামে।

Advertisement

আরও পড়ুন: ৯৭ শতাংশ বাতিল নোটই ব্যাঙ্কে জমা? জানি না বলে এড়ালেন অরুণ জেটলি

নোটের কাগজ ঠিক আছে। আরবিআই-এর ছাপও আছে। আসল ২০০০ টাকার নোটে যা যা থাকে তার প্রত্যেকটিই আছে। শুধু নেই মহাত্মা গাঁধীর ছবি। মঙ্গলবার এমনই নোট হাতে পান কৃষ্ণ মিনা নামে এক কৃষক। তিনি জানান, স্থানীয় এক এসবিআই ব্র্যাঞ্চ থেকে তিনি ওই নোট পেয়েছেন। যখন বাজারে তিনি ওই নোট ব্যবহার করতে যান, তখন তিনি বুঝতে পারেন তাঁর ওই নোটে গণ্ডগোল রয়েছে। ব্যাঙ্ক থেকে নকল নোট পেয়েছেন ভেবে তক্ষুনি ব্যাঙ্কের দ্বারস্থ হন। ব্যাঙ্কের আধিকারিকরা ২০০০ টাকার নোটগুলি পরীক্ষা জানান, নোটগুলি আসলই। কোনও কারণে টাকা ছাপানোতে ভুল ছিল। এর পর ব্যাঙ্ক থেকে নোটগুলি বদলে দেওয়া হয়। কিছু দিন আগে ছাপার ভুল নিয়ে ৫০০ টাকার নতুন নোট নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছিল। ২০০০ টাকা ভুল নোট ছাপানো নিয়ে আরবিআই-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন