আডবাণীর জন্মদিনে মোদীর মুখে গুণগান!

নরেন্দ্র মোদী পৌঁছনোর আগেই ফোন এল সনিয়া গাঁধীর। শুভেচ্ছা জানালেন রাহুল গাঁধীও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৮ ০৩:৩০
Share:

প্রণাম: লালকৃষ্ণ আডবাণীর জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নয়াদিল্লিতে। ছবিটি টুইটারে পোস্ট করেছেন মোদী।

নরেন্দ্র মোদী পৌঁছনোর আগেই ফোন এল সনিয়া গাঁধীর। শুভেচ্ছা জানালেন রাহুল গাঁধীও।

Advertisement

বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী আজ ৯১ বছর পূর্ণ করলেন। মোদী ক্ষমতায় আসার পরে দলের প্রবীণ নেতারা ব্রাত্য হয়েছেন। বিরোধী দলের নেতাদের সঙ্গে শাসক শিবিরের কোনও সমন্বয় নেই। তবে জন্মদিনে আজ আডবাণীকে শুভেচ্ছা জানানোর ঢল পড়ল বিরোধী শিবির থেকেও। আডবাণীর সঙ্গে ফোনে অনেক ক্ষণ কথা বলেন সনিয়া। ফেসবুকে রাহুল আডবাণীর সঙ্গে নিজের ছবিও দেন। লেখেন, ‘আডবাণীর জন্মদিনে শুভেচ্ছা। তাঁর স্বাস্থ্য, দীর্ঘায়ু ও আনন্দ কামনা করি।’’ আডবাণীকে ঘিরে কংগ্রেসের মাতামাতি দেখে সকালে নরেন্দ্র মোদী আর অমিত শাহ প্রায় একই ভাষায় টুইট করলেন। দু’জনেই দু’টি করে। সেখানে মোদী বিজেপিকে তৈরি করা থেকে শুরু করে ভারতীয় রাজনীতিতে আডবাণীর অবদানের গুণ গাইলেন। পরে প্রতিবারের মতো গেলেন তাঁর বাড়িতেও।

অরুণ জেটলি, রবিশঙ্কর প্রসাদ, সুষমা স্বরাজও গিয়ে দেখা করেন। কচি কলাপাতা রঙের জ্যাকেটে আজ আরও ‘নবীন’ আডবাণী নিজে অবশ্য অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুর জন্য জন্মদিন পালন করেননি। গতকাল শামিল হননি দেওয়ালি উৎসবেও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন