Doctor Molested

রাতের ডিউটি শেষে ঘরে ফেরার পথে শ্লীলতাহানির শিকার মহিলা চিকিৎসক! বেঙ্গালুরুতে ধৃত অভিযুক্ত বাইকচালক

বেঙ্গালুরুতে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন মহিলা চিকিৎসক। হাসপাতালে রাতের ডিউটি শেষে সেখানেই ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময়েই মাঝরাস্তায় তাঁর শ্লীলতাহানি করেন এক বাইকচালক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৭:৫৭
Share:

মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক। — প্রতীকী চিত্র।

বেঙ্গালুরুতে মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ওই মহিলা চিকিৎসক বেঙ্গালুরুতে পেয়িং গেস্ট (পিজি) হিসাবে থাকেন। সম্প্রতি হাসপাতালে রাতের ডিউটি সেরে পিজিতে ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময়েই এক যুবক তাঁর পথ আটকান এবং শ্লীলতাহানি করেন। ঘটনার আড়াই সপ্তাহ পরে গ্রেফতার হলেন অভিযুক্ত।

Advertisement

ঘটনাটি ঘটে গত ১৬ ডিসেম্বর বেশি রাতের দিকে। ওই দিন হাসপাতালে রাতের ডিউটি ছিল তাঁর। শিফ্‌ট শেষ করে পিজি-র দিকে যাচ্ছিলেন। রাত তখন ১২টা পেরিয়েছে। রাস্তার ধার দিয়ে যাওয়ার সময়ে আচমকাই বাইকে চেপে এসে তাঁর পথ আটকান অভিযুক্ত। জানতে চান বাস স্ট্যান্ড কোন দিকে। এর পরেই তিনি বাইক থেকে নেমে মহিলার দিকে এগিয়ে যান। অভিযোগ, তিনি ওই মহিলা চিকিৎসকের সঙ্গে অভব্য আচরণ করতে থাকেন। অসদ্দুদেশ্য নিয়ে তিনি মহিলাকে স্পর্শও করেন বলে অভিযোগ।

বাইকচালকের এমন আচরণে মহিলা চিকিৎসক চিৎকার করতে শুরু করলে অভিযুক্ত বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যান। পরে ওই মহিলা চিকিৎসক থানায় গিয়ে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেন পুলিশকর্মীরা। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয় বেঙ্গালুরুতে। শেষে শনিবার গ্রেফতার করা হল অভিযুক্ত বাইকচালককে।

Advertisement

গত বছরের অক্টোবরে বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। কলেজের ক্যাম্পাসের মধ্যেই পুরুষদের শৌচালয়ে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল ওই ছাত্রীকে। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই এ বার বেঙ্গালুরুর রাস্তায় মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ উঠল। পর পর এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement