—প্রতীকী ছবি।
কুকুরের মাংস বিক্রির অভিযোগে মার জনজাতির দুই তরুণীকে মারধরে শিলচরের অন্য এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজা হচ্ছে আরও দু’জনকে। তাদের মারধরে গ্রেসি নামে অন্তঃসত্ত্বা এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক হয়। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তাঁর গর্ভপাত করাতে হয়।
ওই মারধরের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। হামলার ঘটনা প্রথমে ধামাচাপা পড়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় তা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে মার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। থানায় এফআইআর দায়ের করে তারা।
দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। তাদের সঙ্গে সামিল হয় বরাক উপত্যকার সমস্ত জনজাতি ছাত্র সংগঠন। শিলচরে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভও দেখায়।