Manipur Situation

মণিপুরে সংঘর্ষে নিহত এক, জখম ২৭ নিরাপত্তাকর্মী, রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্‌ধ ডাকল কুকিরা

শনিবার সকাল থেকে মণিপুরে রাস্তাঘাট ‘সচল’ করার প্রয়াসে নেমেছে পুলিশ ও সেনার যৌথ দল। তবে সারা দিনে পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তরুণের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ২৩:৫৩
Share:

কয়েকটি গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত।

মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক কুকি বিক্ষোভকারীর। শনিবার সারা দিনে রাজ্য জুড়ে পৃথক পৃথক হামলার ঘটনায় জখম হয়েছেন ২৭ জন নিরাপত্তাকর্মী। এর পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অনির্দিষ্ট কালের জন্য বন্‌ধের ডাক দিয়েছে কুকিদের সংগঠন।

Advertisement

শনিবার সকাল থেকে মণিপুরে রাস্তাঘাট ‘সচল’ করার প্রয়াসে নেমেছে পুলিশ ও সেনার যৌথ দল। তবে সারা দিনে পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। সকালে ইম্ফল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় যান চলাচল রুখতে পথ অবরোধ করেছিলেন কুকি জনগোষ্ঠীর কিছু মহিলা। তাঁদের ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ শুরু করে। ছোড়া হয় কাঁদানে গ্যাস। তাতে বেশ কয়েক জন বিক্ষোভকারী আহত হন।

বিক্ষোভকারীরা পাল্টা বাস লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন। কয়েকটি গাড়িতে আগুনও লাগিয়ে দেন তাঁরা। তখনই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক তরুণের। উল্টো দিকে, মণিপুর পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই ঘটনায় নিরাপত্তাবাহিনীর অন্তত ২৭ জন কর্মীও আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

তবে এত কিছুর পরেও দমছেন না কুকি বিক্ষোভকারীরা। কুকি অধ্যুষিত এলাকাগুলিতে অনির্দিষ্টকালের জন্য বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। নবগঠিত কুকি-জো কাউন্সিল (কেজ়েডসি) এক বিবৃতিতে জানিয়েছে, ওই অঞ্চলে শান্তি না ফেরা পর্যন্ত, এবং কুকিদের রাজনৈতিক দাবিদাওয়াগুলি পূরণ না হওয়া পর্যন্ত সরকারের ‘অবাধ চলাচল’ উদ্যোগের তীব্র বিরোধিতা করবেন তাঁরা। ‘বাফার জ়োন’গুলিতে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য মেইতেইদের অবাধ চলাচল বন্ধ রাখতে চাইছেন কুকিরা।

প্রসঙ্গত, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের পর সেখানে শুরু হয়েছে রাষ্ট্রপতি শাসন। মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল অজয়কুমার ভল্লা। গত ২ মার্চ ভল্লা এবং অন্য আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। বৈঠকের পরেই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, ৮ মার্চ থেকে মণিপুরের সব রাস্তা যেন সচল থাকে। রাজ্যের রাস্তাঘাটে সাধারণ মানুষ যেন বিনা বাধায় চলাচল করতে পারেন। কেউ রাস্তা আটকানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপেরও নির্দেশ দেয় মন্ত্রক। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ সত্ত্বেও শনিবার রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তি অব্যাহত ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement