Dharmanagar jailbreak case

রাতভর অভিযান চালিয়ে জেল ভেঙে পালানো এক বন্দিকে ধরল ত্রিপুরা পুলিশ, এখনও অধরা পাঁচ

নবমীর (বুধবার) ভোরে ধর্মনগরের ‘কালিকাপুর সাব জেল’ থেকে একসঙ্গে ছ’জন বন্দি পালিয়ে গিয়েছিলেন। সরকারি সূত্রের খবর, জেলকর্মীদের মারধর করে মূল ফটক ভেঙেই পালিয়েছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৫:০৩
Share:

জেল ভেঙে পলাতক আব্দুল আট্টা। ছবি: সংগৃহীত।

রাতভর অভিযান চালিয়ে উত্তর ত্রিপুরার ধর্মনগরের জেল থেকে পালানো ছ’জন বন্দির মধ্যে এক জনকে গ্রেফতার করল পুলিশ। অন্য পাঁচ জনের খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার রাতে ধর্মনগর থানা এলাকারই দক্ষিণ চন্দ্রপুর থেকে আব্দুল পাট্টা নামে ওই জেল-পালানো দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় বলে ত্রিপুরা পুলিশের দাবি।

Advertisement

প্রসঙ্গত, নবমীর ভোরে ধর্মনগরের ‘কালিকাপুর সাব জেল’ থেকে একসঙ্গে ছ’জন বন্দি পালিয়ে গিয়েছিলেন। সরকারি সূত্রের খবর, জেলকর্মীদের মারধর করে মূল ফটক ভেঙেই পালিয়েছিলেন তারা। জেলে ফটকে কর্তব্যরত প্রহরীকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করেন বলেও অভিযোগ। পলাতকদের মধ্যে পাট্টা ছাড়াও রয়েছেন নাজিম উদ্দিন, রহিম আলি, সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত এবং রোজান আলি।

সূত্রের খবর, এদের মধ্যে একজন অসমের এবং এক জন বাংলাদেশের বাসিন্দা। বাকিরা ত্রিপুরার। ধর্মনগর জেল ভেঙে পলাতকদের মধ্যে নাজিম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি। বাকিদের বিরুদ্ধে রয়েছে কুখ্যাত ডাকাতি, রাহাজানি-সহ একাধিক মামলা এবং বিভিন্ন অপরাধের রেকর্ড। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার অবিনাশকুমার রাই বৃহস্পতিবার বলেন, ‘‘পলাতক দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাতে পারে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি। বিএসএফের কাছে তাই সতর্কবার্তা পাঠানো হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement