গুলিতে নিহত ১

মানসিক ভারসাম্যহীন এক যুবককে নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি করে মারল পুলিশ। তিনসুকিয়া জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, লাইপুলি খরিকটিয়া গ্রামের বাসিন্দা ভদ্রকান্ত গগৈ (৩২) কয়েক দিন ধরেই উন্মাদের মতো আচরণ করছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:৫৬
Share:

মানসিক ভারসাম্যহীন এক যুবককে নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি করে মারল পুলিশ। তিনসুকিয়া জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, লাইপুলি খরিকটিয়া গ্রামের বাসিন্দা ভদ্রকান্ত গগৈ (৩২) কয়েক দিন ধরেই উন্মাদের মতো আচরণ করছিলেন। গত কাল এক মাছ ব্যবসায়ীর বড় ছুরি কেড়ে নিয়ে তিনি সামনে থাকা ব্যক্তিদের এলোপাথাড়ি কোপাতে থাকেন। ছুরির ঘায়ে জখম হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। খবর পেয়ে পুলিশ আসে। ভদ্রবাবুকে ধরতে গিয়ে পুলিশকর্মীরাও জখম হন। এর পর এক কনস্টেবল ভদ্রবাবুকে পায়ে গুলি করার চেষ্টা করেন। কিন্তু গুলি পায়ে না লেগে কোমরে লাগে। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement