Spying

আবার রাজস্থান! পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে ধৃত এক যুবক! একই অভিযোগে আগে গ্রেফতার হন তাঁর দাদাও

দিল্লি পুলিশের একটি সূত্রের খবর, ধৃত যুবকের দাদা কাশিমকে কয়েক দিন আগেই চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। নজরদারি চালানো হচ্ছিল তাঁর ভাইয়ের উপরেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৪:০৪
Share:

রাজস্থান থেকে গ্রেফতার আরও এক যুবক। প্রতীকী ছবি।

পাকিস্তানের হয় চরবৃত্তির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন দাদা। এ বার সেই একই অভিযোগে গ্রেফতার হলেন ভাইও। আবার সেই রাজস্থান। ওই রাজ্য থেকে বৃহস্পতিবার এক যুবককে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। অভিযুক্ত যুবক অনেক দিন ধরেই গোয়েন্দাদের নজরে ছিলেন বলে সূত্রের খবর।

Advertisement

দিল্লি পুলিশের একটি সূত্রের খবর, ধৃত যুবকের দাদা কাশিমকে কয়েক দিন আগেই চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। নজরদারি চালানো হচ্ছিল তাঁর ভাইয়ের উপরেও। সূত্রের খবর, আত্মীয়দের সঙ্গে দেখা করার অছিলায় পাকিস্তানে ঘন ঘন যাতায়াত ছিল কাশিমের ভাইয়ের। সেই সূত্রে পাকিস্তানে বেশ কয়েক জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। কাদের সঙ্গে কথা বলতেন, কোন কোন তথ্য পাচার করেছেন, সেই তথ্য উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

পুলিশ সূত্রে আরও খবর, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও পাকিস্তানে ফোনে যোগাযোগ রাখতেন কাশিমের ভাই। কাশিমের সূত্র ধরেই তাঁর ভাইয়ের গতিবিধির উপরেও নজরদারি চালানো হচ্ছিল। তার পরই তাঁকে গ্রেফতার করা হল। কাদের সঙ্গে যোগাযোগ ছিল, টাকা লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

দিল্লি পুলিশ সূত্রে খবর, পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন কাশিম। সন্দেহ করা হচ্ছে পহেলগাঁও হামলার আগেই পাকিস্তানে যান তিনি। তথ্য পাচারের জন্য তাঁকে দু’লক্ষ পাকিস্তানি টাকা কয়েক কিস্তিতে দেওয়া হয়েছিল। চরবৃত্তির অভিযোগই শুধু নয়, কাশিমের বিরুদ্ধে এর আগে অপহরণের মামলাও রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement