National News

বিহারে আবারও গুলি করে খুন এক সাংবাদিককে

সিওয়ানের সাংবাদিক রাজদেও রঞ্জনের হত্যাকাণ্ডের তদন্ত এখনও শেষ হয়নি। এরই মধ্যে ফের গুলি করে এক সাংবাদিককে খুন করল দুষ্কৃতীরা। বিহারের সাসারামের মফস‌্সল থানা এলাকায় শনিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম ধর্মেন্দ্র কুমার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ১২:১৩
Share:

প্রতীকী ছবি।

সিওয়ানের সাংবাদিক রাজদেও রঞ্জনের হত্যাকাণ্ডের তদন্ত এখনও শেষ হয়নি। এরই মধ্যে ফের গুলি করে এক সাংবাদিককে খুন করল দুষ্কৃতীরা। বিহারের সাসারামের মফস‌্সল থানা এলাকায় শনিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম ধর্মেন্দ্র কুমার। তিনি 'দৈনিক ভাস্কর'-এর অরঙ্গাবাদের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন ধরেই পাথর মাফিয়াদের বিরুদ্ধে সরব ছিলেন ধর্মেন্দ্র। অরঙ্গাবাদ জেলায় পাথর মাফিয়াদের বিরুদ্ধে লেখালেখিও করতেন।

Advertisement

এ দিন সকালে অমরা তালাব এলাকায় বাড়ির কাছে একটি চায়ের দোকানে যান তিনি। চায়ের অর্ডার দেওয়ার পরে দোকানেই খবরের কাগজ পড়ছিলেন। সেই সময় একটি মোটর বাইকে চেপে তিন জন দোকানের সামনে আসে। কিছু বোঝার আগেই খুব কাছ থেকে ধর্মেন্দ্রর বুকে তিনটি গুলি করে। স্থানীয়রা ছুটে আসার আগেই তারা চম্পট দেয়। ধর্মেন্দ্রকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে বারাণসী নিয়ে যাওয়ার পথেই মারা যান ওই সাংবাদিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ডাকাবুকো স্বভাবের ধর্মেন্দ্র পরোপকারী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন। স্বাভাবিক ভাবেই তাঁর এমন পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পটনার সাংবাদিকদের কাছেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন ধর্মেন্দ্র।

Advertisement

পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

আরও খবর...

মমতার ঘুম নেই কেন, কটাক্ষে অমিতও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement