দুর্নীতির দায়ে ধৃত

তহবিল নয়ছয়ের দায়ে গ্রেফতার করা হল যুব বিপিএফ নেতা আন্দ্রাই জহুলাও হাজোয়ারিকে। পুলিশ জানায়, হাব্রুবাড়ি গ্রাম পরিষদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান থাকাকালীন আন্দ্রাই এমএনরেগা প্রকল্পে ভুয়ো তথ্য দিয়ে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ০৩:১৫
Share:

তহবিল নয়ছয়ের দায়ে গ্রেফতার করা হল যুব বিপিএফ নেতা আন্দ্রাই জহুলাও হাজোয়ারিকে। পুলিশ জানায়, হাব্রুবাড়ি গ্রাম পরিষদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান থাকাকালীন আন্দ্রাই এমএনরেগা প্রকল্পে ভুয়ো তথ্য দিয়ে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ। পিসিডিআরের তরফে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছিল। তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, ২০০৬ থেকে ২০১৫ সাল অবধি জবকার্ড ও মজুরি দেওয়ার ক্ষেত্রে ব্যাপক কারচুপি করেন আন্দ্রাই। গত কাল তাঁকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement