Tamil Nadu School

স্কুলবাসে বসা নিয়ে বচসা দুই সহপাঠীর, এক জনের হাতে খুন হতে হল আর এক জনকে! ধৃত অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, দু’জনেই নবম শ্রেণির পড়ুয়া। বাসের অন্য পড়ুয়াদের দাবি, বসার জায়গা নিয়ে প্রথমে দু’জনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। তাদের দু’জনকে থামানোর চেষ্টা করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬
Share:

সহপাঠীর ধাক্কায় মৃত্যু আর এক সহপাঠীর। প্রতীকী ছবি।

স্কুলবাসে বসা নিয়ে কথা কাটাকাটি শুরু হয় দুই সহপাঠীর মধ্যে। তার জেরেই এক সহপাঠীকে খুনের অভিযোগ উঠল আর এক সহপাঠীর বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেমে। অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দু’জনেই নবম শ্রেণির পড়ুয়া। বাসের অন্য পড়ুয়াদের দাবি, বসার জায়গা নিয়ে প্রথমে দু’জনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। তাদের দু’জনকে থামানোর চেষ্টা করা হয়। সেই মুহূর্তের জন্য দু’জনে থেমে গেলেও মাঝপথে আবার দু’জনে বচসায় জড়িয়ে পড়ে। সেই বটসা থেকে হাতাহাতি শুরু হয়। তাদের থামানোর চেষ্টা করা হয়। কিন্তু আচমকাই এক পড়য়ুা অন্য পড়ুয়াকে ধাক্কা মারে। আর সেই ধাক্কায় টাল সামলাতে না পেরে চলন্ত বাসের মেঝেতে পড়ে মাথায় চোট পায়। সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় ওই পড়ুয়া।

আচমকা এ রকম ঘটনায় বাসচালকও ভয় পেয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে খবর দেন। তার পর সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রকে। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। বাসে বসা নিয়ে ঝামেলার জেরই কি হামলা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement