National News

ব্যাঙ্ক জালিয়াতি: সিবিআইয়ের তালিকায় অমরেন্দ্রর জামাই

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কন্যা জয় ইন্দর কউরের স্বামী গুরপালের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছে সিবিআই। আদালতে জমা দেওয়া নথিতে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, শুধুই ‘সিমভউলি সুগার্স লিমিটেড’ নয়, মোট ৮টি বেসরকারি সংস্থার বোর্ড অফ ডিরেক্টর্সে রয়েছেন গুরপাল। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের তরফে গত নভেম্বরে প্রথম অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

হাপুর (উত্তরপ্রদেশ) শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৫
Share:

ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স।ছবি- সংগৃহীত।

ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় এ বার অভিযুক্ত হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহের জামাই গুরপাল সিংহ। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের ১০৯ কোটি টাকা জালিয়াতির ঘটনায় গুরপাল সহ ১১ জনের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেছে সিবিআই।

Advertisement

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ওই ঘটনায় জড়িত উত্তরপ্রদেশের সিমভউলিতে চিনি প্রস্তুতকারক বেসরকারি সংস্থা ‘সিমভউলি সুগার্স লিমিটেড’-এর ডেপুটি ডিরেক্টর গুরপাল সিংহ এবং সংস্থাটির চিফ ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি), চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও), চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)-সহ পদস্থ কর্তারা। সংস্থাটির আরও কয়েক জন ডিরেক্টর ও কর্মচারীও ওই ঘটনায় জড়িত বলে সিবিআইয়ের অভিযোগ।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কন্যা জয় ইন্দর কউরের স্বামী গুরপালের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছে সিবিআই। আদালতে জমা দেওয়া নথিতে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, শুধুই ‘সিমভউলি সুগার্স লিমিটেড’ নয়, মোট ৮টি বেসরকারি সংস্থার বোর্ড অফ ডিরেক্টর্সে রয়েছেন গুরপাল। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের তরফে গত নভেম্বরে প্রথম অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

পিএনবি কাণ্ডের পর ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের এই ঘটনাও দেশে আলোড়ন ফেলেছে।

আরও পড়ুন- প্রধানমন্ত্রী মোদীর মনের কথা গোবর-ধনে​

আরও পড়ুন- কাজ খুঁজে নিন, মাইনে দিতে পারব না: চোক্সী​

সিবিআইয়ের এক পদস্থ কর্তা জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের একটি প্রকল্পে ৫ হাজার ৭০০ আখ চাষিকে অর্থসাহায্য করার জন্য ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ২০১১ সালে ১৫০ কোটি টাকা ঋণ দিয়েছিল চিনি প্রস্তুতকারক বেসরকারি সংস্থা ‘সিমভউলি সুগার্স লিমিটেড’-কে। কিন্তু সেই টাকা আখ চাষিরা কেউই হাতে পাননি। টাকাটা জমা পড়েছিল ‘সিমভউলি সুগার্স লিমিটেড’-এর অ্যাকাউন্টেই। ২০১৫-র মার্চে ওই অ্যাকাউন্টকে ‘নন-পারফর্মিং অ্যাসেট’ বা ‘অনুৎপাদক সম্পদ’ বলে ঘোষণা করা হয়। কিন্তু সেই ঘোষণার মাসকয়েক আগেই ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স আগের ঋণ মেটাতে আরও ১১০ কোটি টাকা ঋণ দেয় চিনি প্রস্তুতকারক ওই বেসরকারি সংস্থাটিকে। দ্বিতীয় বারে দেওয়া সেই ঋণকেও ২০১৬-র নভেম্বরে ‘অনুৎপাদক সম্পদ’ বলে ঘোষণা করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন