Vaccine

Vaccination: ১০ কোটির বেশি দ্বিতীয় ডোজ় নেননি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও টিকা নেননি, তাঁদের টিকা দেওয়ার লক্ষ্যে ‘হর ঘর দস্তক’ অভিযান চালানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ০৭:২৬
Share:

মধ্যপ্রদেশের হাতে ৯৬.৭১ লক্ষ টিকা থাকলেও দ্বিতীয় ডোজ় নেননি ১.১৮ কোটি মানুষ। ফাইল চিত্র।

নির্দিষ্ট সময়ের ২ থেকে ৬ সপ্তাহ পরেও কোভিড টিকার দ্বিতীয় ডোজ় নেননি, দেশে এমন মানুষের সংখ্যা বর্তমানে ১০.৩৪ কোটি। রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার বৈঠকে বুধবার এই তথ্য জানিয়েছে কেন্দ্র। রাজ্যগুলির হাতে টিকা থাকা সত্ত্বেও এমনটা ঘটায়, কিছু মানুষের মনে দ্বিতীয় ডোজ় নেওয়ার বিষয়ে অনীহা তৈরি হচ্ছে কি না, এই প্রশ্ন উঠছে। মাণ্ডবিয়া জানিয়েছেন, টিকা নিয়ে কেন্দ্র-রাজ্য সমন্বয় বাড়াতে সব স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে।

Advertisement

মাণ্ডবিয়া বলেন, যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও টিকা নেননি, তাঁদের বাড়ি বাড়ি টিকা দেওয়ার লক্ষ্যে ‘হর ঘর দস্তক’ অভিযান চালানো হবে। নির্দিষ্ট সময়ের ২-৬ সপ্তাহ পরেও দ্বিতীয় ডোজ় বেশি বকেয়া রয়েছে, এমন আটটি রাজ্যের তথ্য দিয়েছে কেন্দ্র। এক নম্বরে উত্তরপ্রদেশ। দ্বিতীয় ডোজ় নেননি ১.৫৭ কোটি মানুষ। এ রাজ্যের হাতে টিকা রয়েছে ১.০৬ কোটি ডোজ়। মধ্যপ্রদেশের হাতে ৯৬.৭১ লক্ষ টিকা থাকলেও দ্বিতীয় ডোজ় নেননি ১.১৮ কোটি মানুষ। তিন নম্বরে রাজস্থান। হাতে টিকা রয়েছে ৫৫.২৩ লক্ষ ডোজ়। দ্বিতীয় টিকা নেননি ৮৬.৭১ লক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন