National News

নোট বাতিলের বিশদ ব্যাখ্যা চেয়ে উর্জিতকে তলব সংসদীয় কমিটির

মুখে প্রায় কুলুপ এঁটে রেখেছিলেন। নোট বাতিল নিয়ে কিছুতেই বিশদে মুখ খুলছিলেন না রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল। কিন্তু শেষ রক্ষা হল না। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) তলব করল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে। পাঠিয়ে দেওয়া হল এক গুচ্ছ প্রশ্নও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ১৯:৫৫
Share:

উর্জিত পটেল। —ফাইল চিত্র।

মুখে প্রায় কুলুপ এঁটে রেখেছিলেন। নোট বাতিল নিয়ে কিছুতেই বিশদে মুখ খুলছিলেন না রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল। কিন্তু শেষ রক্ষা হল না। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) তলব করল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে। পাঠিয়ে দেওয়া হল এক গুচ্ছ প্রশ্নও। প্রশ্নগুলির জবাব সঙ্গে নিয়ে ২০ জানুয়ারি পিএসি-র সামনে হাজির হতে হবে উর্জিতকে।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে যে তলব করা হয়েছে, সে কথা পিএসি চেয়ারম্যান তথা প্রবীণ কংগ্রেস সাংসদ কেভি টমাস নিজেই জানিয়েছেন। নোট বাতিলের মতো সিদ্ধান্ত কী ভাবে নেওয়া হয়েছিল এবং এর ফলে দেশের অর্থ ব্যবস্থার উপর কী প্রভাব পড়ল, তা বিশদে জানাতে বলা হয়েছে উর্জিত পটেলকে। নোট বাতিলের পর থেকে এ পর্যন্ত ঠিক কত টাকা ব্যাঙ্কে ফিরল, কতটা কালো টাকা উদ্ধার করা গেল এবং এখনও পর্যন্ত কত মূল্যের বিকল্প নোট বাজারে ছাড়া হল, এই সব প্রশ্নেরও উত্তর চাওয়া হয়েছে উর্জিত পটেলের থেকে। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী বার বার যে ক্যাশলেস অর্থনীতির কথা বলছেন, সেই ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে ভারত কতটা প্রস্তুত, এ কথাও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন: এটিএম, কার্ড অকেজো হয়ে যাবে তিন বছরেই! বলছে নীতি আয়োগ

Advertisement

পিএসি চেয়ারম্যান কেভি টমাস বলেছেন, ‘‘আমরা প্রথমে স্থির করেছিলাম, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে ডিসেম্বর মাসের কোনও একটা সময়ে তলব করব। কিন্তু প্রধানমন্ত্রী ৫০ দিন সময় চেয়েছিলেন বলে আমরা সেটা পিছিয়ে দিই এবং স্থির করি জানুয়ারিতেই তাঁকে তলব করা হবে।’’ বিষয়টিতে তাঁরা কোনও রাজনৈতিক রং দিতে চান না বলেও টমাস মন্তব্য করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন