কাশ্মীর নিয়ে নতুন শব্দ চিনের মুখপত্রে

চিনের সরকারি মুখপত্র পিপলস ডেইলি-র সহযোগী সংস্থা গ্লোবাল টাইমস-এর একটি নিবন্ধ চাঞ্চল্য তৈরি করেছে কূটনৈতিক মহলে। নিবন্ধটিতে দু’বার ‘পাক অধিকৃত কাশ্মীর’(পি ও কে) কথাটির উল্লেখ রয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০৩:৪৫
Share:

চিনের সরকারি মুখপত্র পিপলস ডেইলি-র সহযোগী সংস্থা গ্লোবাল টাইমস-এর একটি নিবন্ধ চাঞ্চল্য তৈরি করেছে কূটনৈতিক মহলে। নিবন্ধটিতে দু’বার ‘পাক অধিকৃত কাশ্মীর’(পি ও কে) কথাটির উল্লেখ রয়েছে। চিন পাক শাসিত কাশ্মীর বা ‘পাক অ্যাডমিনিস্টার্ড কাশ্মীর’ (পি এ কে) হিসেবে উপত্যকার ওই অঞ্চলকে চিহ্নিত করে। ফলে প্রশ্ন, চিন কি অবস্থান বদল করল? এমন পরিস্থিতিতে পরিবর্তিত শব্দবন্ধ লেখা হয়েছে যখন পাক অধিকৃত কাশ্মীরের মানুষের মনে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। ‘পি এ কে’ উল্লেখ না করে ‘পি ও কে’ বলার মধ্যে ইসলামাবাদকে কি কড়া বার্তা দিতে চাইছে বেজিং? চিন দূতাবাস সূত্র অবশ্য সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তাঁদের মতে, এটা নেহাতই ‘লেখার ভুল’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement