—প্রতীকী চিত্র।
সাধারণতন্ত্র দিবস থেকে রাজস্থানের ১৫টি গ্রামের তরুণী ও পুত্রবধূরা ক্যামেরা যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন না। কোনও ধরনের অনুষ্ঠানে বা প্রতিবেশীদের বাড়িতে গেলেও মোবাইল নিয়ে যাওয়া যাবে না। রাজস্থানের জালোর জেলার ১৫টি গ্রামে এমনই নির্দেশিকা জারি করল গ্রাম পঞ্চায়েত।
ক্যামেরা যুক্ত মোবাইলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও কি-প্যাড যুক্ত মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। রবিবার গাজীপুর গ্রামে চৌধরি সম্প্রদায়ের একটি সভায় এই নির্দেশ দেন ১৪টি মহকুমা(পট্টি)-র সভাপতি সুজনরাম চৌধরি। যে সভা থেকে নয়া নির্দেশ জারি করা হয়েছে সেই সভার সভাপতিত্ব করেন তিনিই।
সংবাদ সংস্থা পিটিআইকে সভাপতি জানান, ‘পঞ্চ হিম্মতারম’ (পাঁচ সদস্য)—র পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, সভায় পাঁচ সদস্য নিজেদের মধ্যে আলোচনা করার পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
সুজনরাম জানাচ্ছেন, স্কুলে পড়ুয়ারা পড়াশোনার জন্য ঘরে মোবাইল ব্যবহার করতে পারবেন। তবে বিয়ে-সামাজিক অনুষ্ঠান বা প্রতিবেশীদের বাড়িতে গেলে মোবাইল নিয়ে যাওয়া যাবে না।
তবে নয়া নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। যার সাফাই দিতে গিয়ে চৌধরির দাবি, অনেক মহিলা বাড়ির কাজ নির্বিঘ্নে করার জন্য শিশুদের হাতে মোবাইল তুলে দেন। ফলে প্রায়শয়ই শিশুরা বাড়ির মহিলাদের মোবাইল ব্যবহার করে। এর ফলে ছোটদের চোখের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে তা ঠেকানোর জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।