দুর্নীতি, মানবাধিকারে কড়া কোর্ট

রাষ্ট্রপুঞ্জে সভার আগেই পাক হামলা

রাষ্ট্রপুঞ্জের সভার সময়ে পাকিস্তান কাশ্মীরকে আরও অশান্ত করার চেষ্টা করবে বলে মনে করছে দিল্লি। এ দিনই জম্মুতে সংঘর্ষবিরতি ভেঙেছে পাক বাহিনী। জম্মুর আর্নিয়া এলাকায় পাক রেঞ্জার্স বাহিনীর হামলায় নিহত হয়েছেন রজনী দেবী নামে এক মহিলা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৫৪
Share:

হামলা: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন। পাক মর্টারে চৌচির বাড়ির ছাদ। রবিবার জম্মুর আর্নিয়া এলাকায়। ছবি: পিটিআই।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার আসন্ন অধিবেশনে কাশ্মীর নিয়ে ফের সরব হবে বলে জানিয়েছে পাকিস্তান। তা নিয়ে ইসলামাবাদকে কটাক্ষ করে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিনের বক্তব্য, ‘‘ব্যাপারটা ওই মিঞা কি দৌ়ড় মসজিদ তকের মতো।’’ সেইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফল হবে না।

Advertisement

কিন্তু রাষ্ট্রপুঞ্জের সভার সময়ে পাকিস্তান কাশ্মীরকে আরও অশান্ত করার চেষ্টা করবে বলে মনে করছে দিল্লি। এ দিনই জম্মুতে সংঘর্ষবিরতি ভেঙেছে পাক বাহিনী। জম্মুর আর্নিয়া এলাকায় পাক রেঞ্জার্স বাহিনীর হামলায় নিহত হয়েছেন রজনী দেবী নামে এক মহিলা। আহত হয়েছেন বছর বারোর এক কিশোর-সহ দুই স্থানীয় বাসিন্দা। আর্নিয়া বাসস্ট্যান্ডের কাছে ১০-১২টি মর্টারের শেল এসে পড়ে। এ নিয়ে পাঁচ দিনে পাঁচ বার সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান।

চলতি সপ্তাহেই রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে বক্তৃতা দেওয়ার কথা পাক প্রধানমন্ত্রী শাহিদ খকান আব্বাসির। পাক বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাশ্মীর পরিস্থিতি নিয়ে সরব হবেন প্রধানমন্ত্রী। ২৩ সেপ্টেম্বর ভারতের বক্তব্য পেশ করার কথা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আজ আকবরুদ্দিন বলেন, ‘‘কাশ্মীর নিয়ে কয়েক দশক রাষ্ট্রপুঞ্জে কোনও আলোচনা হয়নি। তা সত্ত্বেও কোনও দেশ সেই বিষয় নিয়েই আলোচনা করতেই পারে। বুঝতে হবে তাদের ভাবনার পরিধি সীমিত।’’ আকবরুদ্দিনের দাবি, ভারত এই সভায় প্রগতির কর্মসূচি নিয়ে কথায় আগ্রহী। তাঁর কথায়, ‘‘যে সব দেশ অতীতে আটকে থাকতে চায় তারা সেখানেই আটকে থাকবে।’’

Advertisement

তবে সন্ত্রাস প্রশ্নে যে ভারতের অবস্থান নরম হওয়ার কোনও সম্ভাবনা নেই তা আজ ফের স্পষ্ট করে দিয়েছেন রাজনাথ সিংহ। তেলঙ্গানার নিজামাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘পাকিস্তান সন্ত্রাসে মদত ও সংঘর্ষবিরতি ভাঙা বন্ধ না করলে দ্বিপাক্ষিক আলোচনায় ফল হবে না।’’ রাজনাথের কথায়, ‘‘সীমান্তে পরিস্থিতি বদলে গিয়েছে। এখন আর ভারতের অনিষ্ট করে কেউ পার পাবে না। এই সরকার যে ভাবে সন্ত্রাসের জবাব দিচ্ছে তাও অভূতপূর্ব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন