Pakistan Couple

রাজস্থানের গ্রামে পাকিস্তানের তরুণ-তরুণীর দেহ উদ্ধার! ভারতে এলেন কী ভাবে, কী ভাবে মৃত্যু, রহস্য

পুলিশ সূত্রে খবর, আন্তর্জাতিক সীমান্তের ১২ কিলোমিটার দূরে জয়সলমেরের একটি গ্রামের কাছে ওই দু’জনের দেহ দেখতে পান স্থানীয়েরা। একটি বালিয়াড়ির উপরে দু’জনের দেহ পড়ে ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৩:৫২
Share:

প্রতীকী ছবি।

রাজস্থানের জয়সলমেরে ভারত-পাক সীমান্তে এক তরুণ-তরুণীর দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাচক্রে, দু’জনেই পাকিস্তানের নাগরিক বলে দাবি পুলিশের। কিন্তু কী ভাবে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন তা নিয়ে রহস্য বাড়ছে। একই সঙ্গে তাঁদের মৃত্যু নিয়েও রহস্য তৈরি হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আন্তর্জাতিক সীমান্তের ১২ কিলোমিটার ভিতরে জয়সলমেরের একটি গ্রামের কাছে ওই দু’জনের দেহ দেখতে পান স্থানীয়েরা। একটি বালিয়াড়ির উপরে দু’জনের দেহ পড়ে ছিল। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, দেহ দু’টি চার-পাঁচ দিনের পুরনো। দু’জনের কাছ থেকে পাকিস্তানের সিমকার্ড, পরিচয়পত্র পাওয়া গিয়েছে। আর তা থেকেই পুলিশ নিশ্চিত করেছে, মৃত দু’জন পাকিস্তানের নাগরিক।

কিন্তু কেন তাঁরা ভারতে ঢুকেছিলেন, কী উদ্দেশে ঢুকেছিলেন তা নিয়ে রহস্য ক্রমশ বাড়েছে। তাঁদের মৃত্যুই বা কী ভাবে হল, তা-ও একটা রহস্যের বিষয় হয়ে উঠছে। তবে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, খিদে আর তেষ্টায় মৃত্যু হয়ে থাকতে পারে এই দু’জনের। যদিও মৃত্যুর বিষয়টি এখনও সুনিশ্চিত করতে পারেনি পুলিশ। সম্প্রতি পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়। সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement