সুষমার প্রয়াণে শোক পাকিস্তানেও

এক বছরের মেয়ের ওপেন হার্ট সার্জারি করাতে ভারতে আসার জন্য চিকিৎসা ভিসা নিয়ে চেয়ে বিদেশমন্ত্রী সুষমার কাছে আর্জি জানিয়েছিলেন পাকিস্তানের হিরা সিরাজ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ০৩:২২
Share:

ছবি: পিটিআই।

চিকিৎসার জন্য ভারতে আসতে হবে, এমন পাকিস্তানি দুরারোগ্য রোগীদের ভিসা দেওয়ার ব্যাপারে দরাজহস্ত ছিলেন সুষমা স্বরাজ। তাঁর প্রয়াণে সে কথা স্মরণ করেছেন পাক নাগরিকদের একাংশ। কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অনেকে।

Advertisement

এক বছরের মেয়ের ওপেন হার্ট সার্জারি করাতে ভারতে আসার জন্য চিকিৎসা ভিসা নিয়ে চেয়ে বিদেশমন্ত্রী সুষমার কাছে আর্জি জানিয়েছিলেন পাকিস্তানের হিরা সিরাজ। উত্তর দিতে দেরি করেনি প্রাক্তন বিদেশমন্ত্রী। টুইটে লিখেছিলেন, ‘‘শিরিন সিরাজের ওপেন হার্ট সার্জারির জন্য আমরা ভিসা দিয়েছি।’’ এ রকমই চিকিৎসা ভিসা চেয়ে সুষমাকে টুইট-আর্জি জানিয়েছিলেন লাহৌরের বাসিন্দা শাহজাইব ইকবাল। তাঁকেও নিরাশ করেননি প্রাক্তন বিদেশমন্ত্রী।

সুষমার এমন উদার মনোভাবের উদাহরণ আরও রয়েছে। প্রাক্তন বিদেশমন্ত্রীর প্রয়াণের পর তাঁর সেই মানসিকতার কথা স্মরণ করছেন পাকিস্তানের নেট নাগরিকেরা। ফিয়াত নামে এক ব্যক্তি লিখেছেন, ‘‘সুষমা স্বরাজের মৃত্যুসংবাদ বেদনার। তিনি পাকিস্তানের মানুষদেরও সাহায্য করেছেন।’’ আর এক নেট নাগরিকের টুইট, ‘‘আমরা মুসলিমরা পুনর্জন্মে বিশ্বাস করি না... কিন্তু তেমন যদি কিছু থেকে থাকে, তা হলে আপনি পাকিস্তানে জন্মগ্রহণ করুন।’’

Advertisement

প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। ৩৭০ অনুচ্ছেদ নিয়ে চাপানউতোরের মধ্যেই শোকবার্তা পাঠিয়েছে বেজিং। আজ চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং এক লিখিত বিবৃতিতে বলেন, ‘‘চিন-ভারত সম্পর্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সুষমা। আমরা তাঁর মৃত্যুতে শোকগ্রস্ত।’’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়, ‘‘আমরা এক বন্ধুকে হারালাম। দু’টি দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সুষমা স্বরাজ।’’ আফগান প্রেসিডেন্ট হামিদ কারজ়াই এবং বাহরাইনের বিদেশমন্ত্রী খালিদ বিন আহমেদ আল খলিফা তাঁদের শোকবার্তায় সুষমাকে ‘বোন’ বলে সম্বোধন করেন। কারজ়াইয়ের কথায়, ‘‘বেহেনজির মৃত্যুতে শোকস্তব্ধ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন