India Pakistan Tension

বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ানকে ফেরাল পাকিস্তান, ওয়াঘা দিয়ে ভারতে পূর্ণম, ধৃত পাক রেঞ্জারকে ফেরাবে ভারত?

২০ দিন পর মুক্তি পেলেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার ওরফে পিকে সাউ। বাংলার হুগলির বাসিন্দাকে বুধবার পাকিস্তান ছেড়ে দিয়েছে। বুধবার অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১১:৩৪
Share:

বিএসএফ জওয়ান পিকে সাউ ফিরলেন ভারতে। ছবি: এক্স (সাবেক টুইটার)।

অবশেষে মুক্তি! ২০ দিন পর পাকিস্তান থেকে ছাড়া পেলেন বাংলার বাসিন্দা, বিএসএফ জওয়ান পূর্ণমকুমার ওরফে পিকে সাউ। বুধবার তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। বিএসএফ জানিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন পূর্ণম।

Advertisement

গত ২৩ এপ্রিল (পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরদিন) পঞ্জাবের পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাঁকে ধরে। সীমান্তে এমন ঘটলে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’-এর পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই দস্তুর। কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান।

পূর্ণম হুগলির রিষড়ার বাসিন্দা। তাঁকে অবিলম্বে ছেড়ে দেওয়া হবে বলে পরিবারকে ফোন করে আশ্বাস দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। উত্তরপাড়ায় দলীয় কর্মসূচিতে এসে পূর্ণমকে দেশে ফেরানোর ব্যাপারে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী সতীশচন্দ্র দুবেও। তিনি বলেছিলেন, ‘‘অভিনন্দনের মতো (বায়ুসেনার পাইলট গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান) পূর্ণমকেও ছাড়িয়ে আনা হবে।’’

Advertisement

পূর্ণম পঞ্জাবের পঠানকোটের ফিরোজ়পুরে ২৪ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল। স্বামীকে মুক্ত করার ব্যাপারে তদ্বির করতে আট বছরের ছেলে এবং আত্মীয়দের নিয়ে গত ২৮ তারিখ হিমাচল প্রদেশের কাংড়ায় বিএসএফের দফতরে গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। স্বামীর কর্মস্থলেও যান তিনি। তাঁরা ফিরোজ়পুর সীমান্তেও যেতে চেয়েছিলেন। কিন্তু ভারত-পাক উত্তেজনার আবহে সেখানে যাওয়ার ছাড়পত্র মেলেনি। বাড়ি ফিরে স্বামীর মুক্তির অপেক্ষায় প্রহর গুনেছেন রজনী। অবশেষে অভিনন্দনের মতো মুক্তি পেলেন তাঁর স্বামী।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের অদূরে জঙ্গিশিবিরে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার মিরাজ-২০০০ যুদ্ধবিমান। জবাবে ২৭ ফেব্রুয়ারি ভারতের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় পাক বায়ুসেনা। সে সময় হামলাকারী এফ-১৬ বিমানের পিছু ধাওয়া করেন উইং কমান্ডার অভিনন্দন। নিজের মিগ-২১ বাইসন যুদ্ধবিমান নিয়ে আকাশসীমা পেরিয়ে ঢুকে পড়েন পাক অধিকৃত কাশ্মীরে। এর পরে আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দি হন তিনি। পরে অবশ্য তাঁকে ভারতের কাছে প্রত্যর্পণ করে পাকিস্তান।

বুধবার বিএসএফ বিবৃতিতে জানিয়েছে, তাদের নিরন্তর চেষ্টা, পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে ‘ফ্ল্যাগ মিটিং’ এবং বিভিন্ন মাধ্যম দিয়ে আলোচনা সফল হয়েছে। পূর্ণমকে প্রত্যর্পণ করেছে পাকিস্তান। সাড়ে ১০টায় তাঁকে ওয়াঘা-অটারী সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।

পূর্ণমকে নিয়ে বিএসএফের বিবৃতি।

এই খবরে স্বস্তি ফিরল পরিবারের। পূর্ণমের মুক্তিতে রাজ্যের শাসকদলের তরফে বিবৃতি দেওয়া হয়েছে।

তৃণমূলের বিবৃতি।

অন্য দিকে, সীমান্ত লঙ্ঘনের অভিযোগে কয়েক দিন আগে রাজস্থানে এক পাক রেঞ্জার বিএসএফের হাতে আটক হয়েছেন। তাঁকে পাকিস্তানে প্রত্যর্পণের বিষয়ে ভারত কোনও পদক্ষেপ করছে কি না, সে বিষয়টি এখনও জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement