ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য তৈরি।
সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা। ভেবেছিল পাকিস্তানের থেকে এ দেশে ভাল ভাবে জীবন কাটাবে। কিন্তু পথ হারিয়ে প্রাণ হারাল জৈসলমেরের থর মরুভূমিতে! সম্পর্কে দু’জনে স্বামী-স্ত্রী। রবি কুমার (১৭) এবং শান্তি বাই (১৫)। শনিবার স্থানীয়দের থেকে খবর পেয়ে মরুভূমির মধ্যে থেকে তাদের দেহ উদ্ধার করে জৈসলমের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দু’জনের কাছ থেকে মিলেছে পাকিস্তানি নাগরিকের প্রমাণপত্র। কিন্তু ভারতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা ছিল না কারও কাছেই। তদন্তে আরও জানা গিয়েছে, এই দম্পতি পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা। মাস চার আগে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার মিরপুরের মাথেলোয় বিয়ে হয় রবি এবং শান্তির। বিয়ের পর থেকে ভাল ভাবে জীবনধারণের জন্য ভারতে আসতে চেয়েছিল তারা। সেই ভিসার জন্য আবেদনও করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত-পাক উত্তেজনার কারণে তাদের ভিসার আবেদন বাতিল হয়।
রবির বাবা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ভিসার আবেদন প্রত্যাখ্যান হওয়ার পরেও ভারতে যাওয়ার জন্য তাঁর পুত্র এবং পুত্রবধূ জেদ ধরেছিল। এই নিয়ে বাড়িতে অশান্তিও হয়। অনেকেই বারণ করেন তাদের ভারতে আসতে। কিন্তু কারও আপত্তি কানে তোলেনি ওই দম্পতি। পরিকল্পনা অনুযায়ী, দু’জনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সপ্তাহখানেক আগে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে তারা।
পুলিশের অনুমান, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে মরুভূমিতে দিক হারিয়ে ফেলে রবি এবং শান্তি। দিন কয়েক ধরে মরুভূমিতে ঘুরতে থাকে তারা। শেষ পর্যন্ত জলের অভাবে মরুভূমিতেই মারা যায় তারা। স্থানীয়েরাই তাদের নিথর দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তাদের কাছ থেকে একটি খালি জ্যারিক্যান পেয়েছে পুলিশ। অনুমান, ওই জ্যারিক্যানেই পাকিস্তান থেকে জল বয়ে এনেছিল রবিরা। কিন্তু মরুভূমিতে ঢুকে পড়ায় আর খাবার জল পায়নি তারা।
জৈসলমেরের পুলিশ সুপার সুধীর চৌধরি জানান, মৃতেরা পাকিস্তানের নাগরিক, যা যথেষ্ট উদ্বেগের কারণ। কী ভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠছে। আইনি পথেই পুরো বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান সুধীর।