India-Pakistan Tensions

ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকতে আমেরিকায় পাক প্রতিনিধিদল, রয়েছেন বিলাবল-হিনা রব্বানি, বৈঠক হবে কার কার সঙ্গে

রবিবার নিউ ইয়র্কে পৌঁছোন পাক প্রতিনিধিদলের সদস্যেরা। মঙ্গলবার রুবিয়োর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁদের। বৈঠক করার কথা রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের সঙ্গেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১১:৫২
Share:

(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রতিনিধিদলের সদস্যেরা (মাঝে) এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকতে আমেরিকায় পৌঁছোল পাকিস্তানের বিশেষ প্রতিনিধিদল। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যদেশের (আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চিন) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওই প্রতিনিধিদলের সদস্যদের। এই দলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন দুই বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জ়ারদারি এবং হিনা রব্বানি খার। রয়েছেন প্রাক্তন দুই বিদেশসচিব, আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন দুই রাষ্ট্রদূত এবং প্রাদেশিক সরকারের এক মন্ত্রীও।

Advertisement

রবিবার নিউ ইয়র্কে পৌঁছোন পাক প্রতিনিধিদলের সদস্যেরা। মঙ্গলবার রুবিয়োর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁদের। বৈঠকে ভারত-পাক সাম্প্রতিক সংঘাত এবং‌ নয়াদিল্লির ‘একপাক্ষিক দাবি’র পাল্টা ‘সত্য’ তুলে ধরা হবে বলে দাবি করেছে ইসলামাবাদ। এই প্রসঙ্গে এক পাক কূটনীতিক সে দেশের সংবাদমাধ্যম ‘ডন’-কে বলেছেন, “এটা কেবল সীমান্ত সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই। বাস্তব পরিস্থিতি তুলে ধরতে আন্তর্জাতিক ভাষ্য তৈরি করতেই এই উদ্যোগ।” পাক প্রতিনিধিদলের এক সদস্যের কথায়, “প্ররোচনা সত্ত্বেও আমরা পরিণতমনস্কতার সঙ্গে জবাব দিয়েছি। আমরা এই সত্যিটা জানাতেই এখানে এসেছি, স্লোগান দিতে নয়।”

কয়েক দিন আগেই আমেরিকায় গিয়েছিল তারুরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি। আমেরিকা সফরে তারুর ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা করেন। মনে করিয়ে দেন যে, তিনি শাসকদলের নন, বিরোধী দলের সদস্য। কিন্তু তা সত্ত্বেও মনে করেন, পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার সময় এসেছে। বলেন, “ও দেশে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল থেকেই গিয়েছে। তাই কড়া আঘাত জরুরি ছিল।”

Advertisement

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। কেন্দ্রের তরফে জানানো হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বার্তা দিতে বিভিন্ন দেশে যাবে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল।

তার পরেই ভারতের মতো দেশে দেশে প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করে পাকিস্তান। আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করতে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবলকে এই বিষয়ে উদ্যোগী হতে বলেন। সমাজমাধ্যমে বিলাবল লিখেছিলেন, “আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের পরিস্থিতি এবং শান্তির বার্তা পৌঁছে দিতে যাবে এই প্রতিনিধিদল। এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের সেবা করতে আমি বদ্ধপরিকর।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement