ড্রোন হামলায় জখমকে দেখতে হাসপাতালে পঞ্জাব পুলিশ। ছবি: সংগৃহীত।
কাশ্মীরের বারামুল্লা থেকে গুজরাতের ভুজ পর্যন্ত বিভিন্ন জায়গার মোট ২৬টি এলাকায় ড্রোন লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে ১৪টি জায়গা মূলত নিশানা করা হয়েছে। জম্মু, বারামুলা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা যেমন রয়েছে, তেমনই আছে পঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা এবং রাজস্থানের লালগড় জটান, জৈসলমের, বাড়মের, গুজরাতের ভুজ, কারবেট ও লাখিনালা। ড্রোন হামলা প্রত্য়াঘাত করছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনগুলি সশস্ত্র বলে সন্দেহ করা হচ্ছে। যা সেনাবাহিনী ও সাধারণ মানুষের জন্য ভয়াবহ হতে পারত।
অন্য দিকে, ফিরোজপুরে বেসামরিক এলাকা লক্ষ্য করে যে ড্রোন হামলা করা হয়েছিল তাতে আহত হয়েছে এক পরিবারের বেশ কয়েক জন সদস্য। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, ওই এলাকা স্যানিটাইজ করা হয়েছে। সূত্রের খবর, সেনাবাহিনী সতর্ক। চলছে কড়া নজরদারি। জারি করা হয়েছে সতর্কতা।
উত্তর কাশ্মীরের বারামুলা থেকে গুজরাতের ভুজ, মোট ২২টি জায়গায় পাকিস্তানি ড্রোন হামলার চেষ্টা হয়েছে শুক্রবার রাতে। এমনটাই সেনা সূত্রে খবর।
উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকে রয়েছেন সেনাবাহিনীর পদস্থ কর্তারা।
বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট হয়ে গিয়েছে। জম্মু-কাশ্মীরের আখনুর থেকে উধমপুরে ব্ল্যাকআউট করা হয়েছে। হরিয়ানার পঞ্চকুলা এবং অম্বলাতেও সন্ধ্যা থেকে ব্ল্যাকআউট। একই পরিস্থিতি পঞ্জাবের ফিরোজ়পুর এবং রাজস্থানের জৈসলমেরে।
পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবের ফিরোজ়পুরে একই পরিবারের তিন সদস্য জখম। তাঁদের মধ্যে এক জন মহিলা এবং তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে খবর। বর্তমানে যে হাসপাতালে তিন জন চিকিৎসাধীন, সেখানকার চিকিৎসক কামাল বাগি বলেন, ‘‘ড্রোন হামলায় তিন জন জখম হয়েছেন। এক মহিলার অবস্থা শঙ্কাজনক। বাকি দু’জনের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। সকলেরই চিকিৎসা চলছে।’’
আবারও পাকিস্তানের আক্রমণ। একাধিক জায়গায় ড্রোন আটক হল। পোখরানে বিস্ফোরণের শব্দ। অন্য দিকে, সাম্বা (জম্মু ও কাশ্মীর), পঠানকোট থেকে পঞ্জাবের ফিরোজ়পুর এবং রাজস্তানের জৈসলমেরও পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, শ্রীনগরেও লাগাতার সাইরেন শোনা যাচ্ছে। একই সঙ্গে ভারী শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকা থেকে। আপাতত ওই এলাকাগুলির রাস্তাঘাট সুনসান হয়ে গিয়েছে।
রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাক সেনার ছোড়া ড্রোনে পঞ্জাবের ফিরোজ়পুরের তিন বাসিন্দা জখম হয়েছেন বলে জানিয়েছে সে রাজ্যের পুলিশ। বিস্ফোরণের খবর মিলেছে পোখরানেও।
সন্ধ্যা হতেই আবার গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান। আবার ‘ব্ল্যাকআউট’ হল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। শুক্রবার সন্ধ্যায় দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। ইতিমধ্যে উরি, কুপওয়াড়া এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ‘ব্ল্যাকআউট’। রাতে শ্রীনগর বিমানবন্দরে পাক ড্রোন দেখা যায় বলে সেনার একটি সূত্রে একই খবর। রাজস্থান, পঞ্চাবেও পাকিস্তানি ড্রোন চিহ্নিত করেছে সেনা। অন্য দিকে, দেশের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।