India Pakistan Conflict

উধমপুরে সেনাশিবির, বিমানঘাঁটির আকাশে পাক ড্রোনের অনুপ্রবেশ, পঞ্জাবের হোশিয়ারপুরে বিস্ফোরণ

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, সাম্বার আকাশে বেশ কয়েকটি ড্রোনের উপস্থিতি দেখে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স বাহিনী প্রত্যাঘাত করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ২২:৪৭
Share:

পাকিস্তানের ড্রোন হামলা। —ফাইল চিত্র

সংঘর্ষবিরতি ভেঙে আবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং পশ্চিম সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানা। সোমবার রাতে সাম্বা এবং আখুনর সেক্টরে ভারতের আকাশসীমায় পাক ড্রোনের উপস্থিতি নজরে এসেছে। পাশাপাশি, উধমপুরে ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দফতর এবং বিমানঘাঁটির উপরেও ড্রোনের উপস্থিতি নজরে এসেছে বলে প্রকাশিত একটি খবরে দাবি। জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে পঞ্জাবের সীমান্ত এলাকা হোশিয়ারপুর থেকে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, সাম্বার আকাশে বেশ কয়েকটি ড্রোনের উপস্থিতি দেখে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স বাহিনী প্রত্যাঘাত করে। তার পরে আর ড্রোনগুলিকে দেখা যায়নি। প্রসঙ্গত, শনিবার বিকেলে ভারত এবং পাকিস্তান দু’দেশই পৃথক ভাবে বিবৃতি দিয়ে সংঘর্ষবিরতিতে সম্মতির কথা জানিয়েছিল। কিন্তু তার পরেও ধারাবাহিক ভাবে পাক ফৌজ অস্ত্রবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ।

এই আবহে সোমবার বিকেলে ভারতীয় সেনার ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই পাক সেনার ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লার সঙ্গে হটলাইনে কথা বলেন। কিন্তু তার পরেও পরিস্থিতির বদল হল না। ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে দাবি করেছেন, ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি। ইসলামাবাদের অনুরোধে সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। তাঁর কথায়, ‘‘ভারত পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement