ভারতের অনুষ্ঠান বাতিল করলেন গুলাম আলি

গত মাসেই তাঁর অনুষ্ঠান হওয়ার কথা ছিল মুম্বইয়ে। কিন্তু শিবসেনার হুমকির জেরে তা বাতিল হয়ে যায়। পরে দিল্লিতে ওই অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ পান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের তরফে। সেই অনুষ্ঠানই হওয়ার কথা ছিল আগামী ৮ নভেম্বর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ০৪:১৫
Share:

গত মাসেই তাঁর অনুষ্ঠান হওয়ার কথা ছিল মুম্বইয়ে। কিন্তু শিবসেনার হুমকির জেরে তা বাতিল হয়ে যায়। পরে দিল্লিতে ওই অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ পান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের তরফে। সেই অনুষ্ঠানই হওয়ার কথা ছিল আগামী ৮ নভেম্বর। কিন্তু এখন দিল্লির অনুষ্ঠানে যোগ দিতে চান না পাক গজল সম্রাট গুলাম আলি। ২৫ নভেম্বর লখনউয়ে

Advertisement

এবং ৩ ডিসেম্বর ফের দিল্লিতে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। স্বয়ং গুলাম আলিই সব বাতিল করে দিয়েছেন। তাঁর অনুষ্ঠানকে ঘিরে যে ভাবে রাজনীতি চলছে, গুলাম আলি তাতে ব্যথিত।

এ প্রসঙ্গে বুধবার তিনি এক টিভি চ্যানেলকে বলেছেন, ‘‘আপাতত ভারতে আমার সব শো বাতিল করে দিয়েছি। ভারতে আর আসব না। সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত অনুষ্ঠানও করব না। ভারতে আমার ভক্তরা পাশে আছেন। আমি গায়ক। রাজনীতি নয়, সঙ্গীত নিয়েই কথা বলতে চাই।’’

Advertisement

প্রবীণ শিল্পীর ছেলে আমিরও মুখ খুলেছেন এ ব্যাপারে। লাহৌর থেকে তিনি ফোনে জানিয়েছেন, ‘‘দিল্লিতে ৮ নভেম্বরের অনুষ্ঠানটা এই মুহূর্তে হচ্ছে না। মুম্বইয়ে যা হয়েছে তার পরে আর ঝুঁকি নিতে চাইছি না আমরা। সঙ্গীতের জন্য আদর্শ পরিবেশ প্রয়োজন। কোনও ধরনের রাজনীতিতে আমরা জড়াতে চাই না। কিন্তু ওখানে এত কিছু ঘটছে, আমাদের আসা ঠিক
হবে না।’’

গুলাম আলির এই সিদ্ধান্ত নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন সেন্সর বোর্ডের সদস্য অশোক পণ্ডিত। তাঁর বক্তব্য, ‘‘গুলাম আলি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আমি এর প্রশংসা করছি। পাক সেনারা যত দিন আমাদের দেশের সেনার সঙ্গে ঠিকঠাক আচরণ করছে, তত দিন সে দেশের অন্য শিল্পীরও ভারতে না আসাই উচিত। গুলাম আলি বুঝেছেন, পাকিস্তান আমাদের সেনাদের মারছে। পাকিস্তান যা করছে তা নিয়ে এত দিন ওঁকে সমালোচনা করতে দেখিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন